গত ৩০ এপ্রিল অপরাহ্নে ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার শাহ আলম (৩৫), পিতা- নুরু মিয়া তার সঙ্গীয় আসামী সহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। জখমী সুজন বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় জখমীর বোন শিরিন আক্তারের অভিযোগেে ভিত্তিতে মামলা রুজু করা হলে পুলিশ আজ ০২ মে ভোর রাতে মূল আসামী উক্ত শাহ আলমকে চর্থা এলকায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে গ্রেফতার করে। তাকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রকাশ থাকে যে, এ মামলার এজাহার নামীয় ০৩ নং আসামী ইয়াসিন(২৮), পিতা- সালেক মিয়াকে ঘটনার রাতেই গ্রেফতার করে গতকাল আদালতে সোপর্দ করা হয়। উভয় আসামীর গ্রেফতারে জনমনে স্বস্তি এসেছে।