1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বর্ণিল আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদোত্তর মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

কুমিল্লায় বর্ণিল আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদোত্তর মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

কুমিল্লার পীর কাশিমপুরে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদোত্তর মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলার মুরাদনগরের পীর কাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা ঈদ পরবর্তী এ পূনর্মিলনী আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, আগামী দিনে পৃথিবীর তাবৎ কাজ করবে রোবট। এজন্যে মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন ৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের নিজেকে প্রস্তুত কর তুলতে হবে।

অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা জহুরুল আলম চিশ্তী। এতে সভাপতিত্ব করেন পূনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ শাহ্ ভিপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাউয়ুম খসরু, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, কোড়ের পাড় আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. এম. সামসুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স কাজী ফররুখ আহাম্মদ, পীর কাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল। স্বাগত বক্তব্য দেন ৯৭ ব্যাচের শিক্ষার্থী গোলাম ছামদানী।

এসময় মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন ভি.পি, বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি গোলাম সারোয়ার হাসান চিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, ইকবাল বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার ও শরীফুল ইসলাম, পীর কাশিমপুর প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সভাপতি জিয়াউল হক মোমেন, এডভোকেট আলী আশ্রাফ তাজু প্রমূখ।

এছাড়াও স্কুলের প্রক্তণ ছাত্র চুয়েট এর ডীন ড. কামরুল হাসান, প্রাক্তন মেধাবী শিক্ষার্থী আতাউর রহমান চৌধূরী আপেল, দৈনিক সময়ের আলোর হেড অব মর্কেটিং কামরুল হাসান বাবু, মাছরাঙা টিভি জেল প্রতিনিধি ও দৈনিক সময়ের আলোর কুমিল্লা ব্যুরো চিফ জাহাঙ্গীর আলম ইমরুলসহ এলাকার বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠা্নটি যৌখ ভাবে সঞ্চালনা করেন টিভি উপস্থাপক ডা. সাহিদুল ইসলাম এবং পূনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব বাছির আহমেদ জয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের তারকা শিল্পী পলাশ ও লায়লা সংগীত পরিবেশন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD