শফিউল আলম রাজীব,দেবীদ্বার
কুমিল্লা দেবীদ্বারে পৌর প্রশাসকের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেলেন পৌরসভার সহায়তা কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।
সোমবার (১৭ এপ্রিল) দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নিগার সুলতানার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় যার স্মারক নং-৪৬.২০.১৯.৪০.৭০.০১.০১৬.২৩/২৭৭। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল ২০২৩ইং তারিখে পৌরসভার মাসিক সভার সিদ্ধান্তের আলোকে দেবীদ্বার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পৌর প্রশাসকের সমন্বয়ক হিসেবে মোঃ মজিবুর রহমানকে পৌরসভার পক্ষে বিভিন্ন বিষয় উপস্থাপন করার দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে এ আদেশ জারি করা হয়।