শফিউল আলম রাজীব, দেবীদ্বার:
উপমহাদেশে প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর বিপ্লবী সরকারের উপদেষ্টা। ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা। কুড়েঘর প্রতীকের রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সাবেক সভাপতি, প্রয়াত নেতা অধ্যাপক মোজাফফর আহমদের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় তাঁর নিজ গ্রাম এলাহাবাদে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রয়াত নেতার সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটি, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব, এলাহাবাদ মহাবিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক দল, ও সামাজিক সংগঠন। এসময় প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মহান এই নেতার ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও দেবীদ্বার উপজেলা সভাপতি অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং ন্যাপ উপজেলা সাধারণ সম্পাদক বুলবুল মাষ্টার’র সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা ন্যাপ ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির। প্রধান আলোচক ছিলেন, কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলার সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, এলাহাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পরিমল দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।