মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর ) সাধারণ কৃষক ও কৃষাণীর মাঝে রবি ফসলের প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫- ২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষা, মসুর, সূর্যমুখী, লাল শাক, পালং শাক, লাউ, বাটি শাক, মটরশুঁটি, মুলা, বেগুন, মিষ্টি কুমড়া, শসা, বেগুন ও অন্যান্য রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়ে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মুখলেছুর রহমানের সঞ্চালনায় বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাগীব হাসান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এ সময় ৪৫৬ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সামিনুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হক বাসির, রেদওয়ান, তাসলিমা, নাসিমা, ফাতেমা, তানিয়া, সাদিয়া আফরিনসহ প্রান্তিক কৃষক, কৃষাণী।