1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন - Dainik Cumilla
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। একের পর এক হামলার ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না। তারা অবিলম্বে চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ভালো লক্ষণ নয়। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে মাঠ পর্যায়ে সাংবাদিকতা কঠিন হয়ে পড়বে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য হুমকি।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, দৈনিক ভোরের সূর্যোদয় সম্পাদক এম ফিরোজ মিয়া, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও সময় টিভির বাহার রায়হান, জনকণ্ঠের প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মীর শাহ আলম, প্রথম আলোর আব্দুর রহমান, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকালের স্টাফ রিপোর্টার ও দৈনিক কুমিল্লার কন্ঠ সম্পাদক কামাল উদ্দিন, যমুনা টিভির ব্যুরো প্রধান খোকন চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান দিলিপ মজুমদার, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম শফি, দৈনিক পূর্বাশার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহ,কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক ও আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবীবুর রহমান খান, কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক ফারুক হোসাইন, মাই টিভির প্রতিনিধি আবু মুছা, আমার দেশের জেলা প্রতিনিধি এম হাসান, আজকের পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, কুমিল্লার খবরের কাগজের কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, চ্যানেল নাইন প্রতিনিধি আহসান হাবিব পাখী, বাসসের প্রতিনিধি কামরুল হাসান, নয়া দিগন্তের ফাহিম মুনতাছিম, ডেইলি সানের হোসাইন বিল্লাল, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা পোস্টের আরিফ আজগর, আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ, ডাক প্রতিদিনের আয়েশা আক্তার, জাগরনী টিভির আশিকুর রহমান, এশিয়ান টিভির সৌরভ হাসান, কুমিল্লার কাগজের আলমগীর কবির, বার্তা টুয়েন্টিফোরের রাফি খান, সাংবাদিক ইয়াছিন রোমান, এখন টিভির ভিডিও জার্নালিষ্ট কামরুল হাসান, ফটো সাংবাদিক ফোরকান হোসেন, যমুনা টিভির ক্যামেরাপার্সন সাকিব হাসান, সময় টিভির ক্যামেরাপার্সন খোরশেদ আলম, নিউজ ২৪এর ক্যামেরাপার্সন সাইফুল ইসলাম, মেঘনা টিভির রায়হান, পপুলার টিভির আবদুল মোতালেব সহ বিভিন্ন গনমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD