1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ বিএনপি সব সময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে- হাজী ইয়াছিন চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসা ছাত্রী নিহত ‎নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডা: কামারুজ্জামানের দাফন সম্পন্ন নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় ৪ মাজারে হামলা ও আগুন দেয়ার ঘটনায় দুই হাজারের বেশি আসামি বিরুদ্ধে মামলা নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: কামারুজ্জামানের ইন্তেকাল বুড়িচংয়ে ৩০০ বছরের পুরনো সড়ক বন্ধের পাঁয়তারা: গ্রামবাসীর অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ।

  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফের বৃদ্ধি পাচ্ছে অত্যন্ত ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের সংক্রমণ। শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন এ রোগে।

গত বছরের বন্যা পরবর্তী সময়ে শুরু হওয়া রোগটি কিছু মাস আগে অনেকটা কমে আসলেও আবারও বাড়তে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বাড়ছে স্ক্যাবিস আক্রান্ত রোগীর সংখ্যা।

এ নিয়ে চিকিৎসকসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবারও সংক্রমণ বৃদ্ধির পেছনে রোগীদের সচেতনতার অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বুধবার ( ১৭ সেপ্টেম্বর ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ও বহির্বিভাগ এবং উপজেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত বছরের ভয়াবহ বন্যা শেষে এ উপজেলায় ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব দেখা দেয়। পরবর্তীতে রোগটি নীরব মহামারিতে রূপ নেয়। এতে আক্রান্ত হয়েছিল শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। তবে কয়েকমাস তাণ্ডব চালানো শেষে স্ক্যাবিসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

কিন্তু বছর ঘুরতেই পারিবারিক ও সামাজিক সচেতনতার অভাবে আবারও রোগটির সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে দেখে চিকিৎসকসহ জনমনে এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানান, স্ক্যাবিস একটি সারকোপ্টেস স্ক্যাবেই নামক পরজীবি মাইট ( অণুবীক্ষণিক পোকা ) দ্বারা সৃষ্ট একটি সংক্রামক চর্মরোগ। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, স্ক্যাবিস আক্রান্ত রোগীদের চিকিৎসায় পারমেথ্রিন লোশন ও ক্রিম দেওয়া হচ্ছে। এছাড়াও তীব্র চুলকানি থেকে স্বস্তি পাওয়ার জন্য অ্যান্টিহিস্টামিন দেওয়া হচ্ছে রোগীদের। পাশাপাশি এটি যেন পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য রোগীকে অন্যদের কাছ থেকে নিরাপদ দূরত্বে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

রোগীর ব্যবহৃত পোশাক, বিছানাপত্র পরম পানিতে ফুটিয়ে এবং সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ রোগে আক্রান্ত শিশু নুসাইবাকে ( ৪ ) নিয়ে এসেছেন স্বজনরা। তার হাতের ও পায়ের আঙুলে পুঁজযুক্ত ছোট ছোট গোটা। দেড়বছর বয়সী শিশু মুনতাহাকে উপজেলার নাল্লা এলাকা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে নিয়ে এসেছেন স্বজনরা। শিশু মুনতাহার হাত ও পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট র‍্যাশ দেখা দিয়েছে। চিকিৎসক বলেছেন শিশু মুনতাহা স্ক্যাবিস আক্রান্ত। এ রোগ থেকে আরোগ্য পেতে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে৷ এ রোগ দীর্ঘদিন শরীরে থাকলে রোগীর কিডনি জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই এ রোগ নিয়ে অবহেলা করার সুযোগ নেই। তিনি বলেন, গত বছরের বন্যার পর থেকে এ রোগটি এ উপজেলায় দেখা দেয়। এ নিয়ে আমরা স্ক্যাবিস আক্রান্ত রোগীদের চিকিৎসাসহ এ রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচারণা চালিয়েছিলাম। মাঝখানে কয়েকমাস এ রোগটির প্রাদুর্ভাব অনেকটা কমে এসেছিল। তবে রোগী ও রোগীর স্বজনদের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাবে এ রোগটি আবারও বৃদ্ধি পাচ্ছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD