1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় প্রবাসীর জমিতে জোরপূর্বক সড়ক নির্মাণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে - Dainik Cumilla
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে পল্লী চিকিৎসক আটক কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ নাঙ্গলকোটে এনসিপি’র মতবিনিময় সভা কুমিল্লা সীমান্তে চোরাইভাবে আনা ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে হোমনায় মহানবীকে কটুক্তির অভিযোগে আটককৃত যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন, ৪টি মাজার ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ কুমিল্লায় অপহরণের পর অটোরিকশাচালক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৩

বরুড়ায় প্রবাসীর জমিতে জোরপূর্বক সড়ক নির্মাণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামে প্রবাসী ইমাম আলী শাহজীর নিজস্ব জমির উপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার সোলেমান মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ইমাম আলী শাহজী জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছেন। ওই সুযোগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোলেমান মেম্বার তার জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ করেন। আগে ওই স্থানে চিকন একটি সড়ক ছিল, যা দিয়ে মানুষ চলাচল করত। তবে গ্রামে নতুন রাস্তার টেন্ডার হলে সোলেমান মেম্বার নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার পথ পরিবর্তন করে নিজের বাড়ির সামনে দিয়ে নেন, ফলে পুরো সড়ক ইমাম আলীর জমির উপর পড়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, সোলেমান মেম্বার নিজের বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই সড়কের দুই পাশে টাইলস বসিয়ে ফুলগাছ ও লাইট লাগিয়েছেন, যা সম্পূর্ণ তার ব্যক্তিগত জমির উপর করা হয়েছে।

অন্যদিকে, ইমাম আলীর ভাই জয়নাল আবেদীন বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোলেমান মিয়া তাদের হয়রানি করতে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। তিনি জানান, সোলেমান মিয়া তার নামে পাঁচটি মামলা করেছিলেন। তবে আদালতে নকশা যাচাই করে প্রমাণিত হয়, তাদের দেয়াল কোনো সরকারি জায়গায় নয়, বরং ব্যক্তিমালিকানাধীন জমির উপর।

জয়নাল আরও জানান, পূর্বে সড়ক প্রশস্ত করার জন্য সোলেমান মিয়ার আবেদন তৎকালীন সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারো তিনি শতাধিক লোক নিয়ে এসে তাদের বাড়ির দেয়াল ভেঙে সড়ক নির্মাণের কাজ শুরু করেন।

ভুক্তভোগী পক্ষ দাবি করছে, আদালতে মামলার পর কোর্ট থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তার কপি তাদের কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সোলেমান মিয়া বলেন,আমি কারো জায়গা দখল করিনি। সরকারি জায়গায় রাস্তা হয়েছে। সরকার রাস্তা নির্মাণ করেছে জনসাধারণের উপকারের জন্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD