1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মওদুদ আবদুল্লাহকে এখনও  প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে  অপরাধীচক্র - Dainik Cumilla
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে পল্লী চিকিৎসক আটক কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ নাঙ্গলকোটে এনসিপি’র মতবিনিময় সভা কুমিল্লা সীমান্তে চোরাইভাবে আনা ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে হোমনায় মহানবীকে কটুক্তির অভিযোগে আটককৃত যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন, ৪টি মাজার ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ কুমিল্লায় অপহরণের পর অটোরিকশাচালক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৩

মওদুদ আবদুল্লাহকে এখনও  প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে  অপরাধীচক্র

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।। 
অপরাধে অভিযুক্ত অপরাধী ও তাদের আশ্রয়দাতা ও ইন্ধনদাতাদের বিস্তারিত উল্লেখ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা করেন পেশাজীবি  সাংবাদিক ও মানবাধিকার কর্মী  মওদুদ আব্দুল্লাহ শুভ্র। শুভ্র ও তার পারিবারিক নিরাপত্তা সংক্রান্ত অনলাইন জিডিসহ  কুমিল্লা জজ কোর্টে দ্রুত বিচার আইনের মামলার কপি  ( চাদাবাজি সহ বিবিধ অপরাধ)  ও কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা ( জখমী সহ বিবিধ অপরাধ)   নথি পত্রাদি সংজুক্ত করে কুমিল্লার জেলা প্রশাসনের জেলা প্রশাসক, কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার, কুমিল্লা সদর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, কোম্পানি কমান্ডার র‍্যাব ১১ কুমিল্লা সহ গুরুত্বপূর্ণ এখতিয়ার সম্পন্ন আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থার কাছে সকল নথি  সংযুক্তি প্রদান করে অভিযোগ অবহিত  করে।  প্রশাসনিক সুরক্ষা ও আইনগত নিরাপত্তা চেয়ে ইতোমধ্যে ২০২৪  ডিসেম্বর – জানুয়ারি ২০২৫ ইং দাখিল করা হয়।
এসকল মোবাইল নাম্বার থেকে ০১৯৭১-০৭৩-৫৮৪(৪ই আগস্ট, ২০২৪ ইং),  ০১৭০৪- ২৭১- ৯৬১ ( ১৩ অক্টোবর -১৬ ই অক্টোবর, ২০২৪ইং)০১৩৪২-৭১৩-৮১২( ১৭ই জুলাই ২০২৫ ইং -২৭ই জুলাই ২০২৫ ইং)  সাংবাদিক ও পেশাজীবি মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার -০১৭১১৪৩২২.. কল ও এসএমএস পাঠিয়ে  প্রশাসনের এবং বিভিন্ন পেশার মিথ্যা পরিচয় প্রদান করে সরাসরি সামনাসামনি আসে হমকি   খুন সহ কিডন্যাপ করার চেস্টা এবং মোবাইল ফোন উপরের নাম্বার গুলো থেকে একই ভাবে  প্রাণ নাশের হুমকি ধমকি, চাদা দাবি দায়ের করা মামলা প্রত্যাহার করা সহ আগাম আল্টিমেটাম দেয়। তারা যে কোন মুহুর্তে যে কোন নাসকতা ও অরাজকতা করে যে কোন বড়ো অন্যায় অপরাধ করবে বলে জানায় ।
মামলার প্রত্যাহার করতে  উক্ত চক্রাটি বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারন করে নাম্বার প্লেট বিহীন মোটর বাইক সহ নাম্বার সংযুক্ত বিভিন্ন মোটর বাইক দিয়ে সাংবাদিক ও পেশাজীবি মওদুদ আব্দুল্লাহ প্রতিনিয়ত ক্ষতি সাধন করে।  সামাজিক পরিসরে তথ্য অপব্যাখ্যা করে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য বিভ্রান্তি  করে বেড়াচ্ছে বিভিন্ন এই অপরাধী চক্রের সিন্ডিকেট। উক্ত আসামি পক্ষের লোকজন অপরিচিত নারী পুরুষ চক্র  আইনবিরোধী কাজ সহ আইন শৃঙ্খলা বিনষ্ট এর কাজ করে বেড়াচ্ছে।তারা সরাসরি অগ্রীম আল্টিনেটাম দেয় মামলা প্রত্যাহার ও চাদার টাকা না দিলে পেশাজীবি ও সাংবাদিক  মওদুদ আব্দুল্লাহ শুভ্র বিভিন্ন মামলা মোকাদ্দমা জড়িয়ে  গুম খুব ও হত্যা করবে বলে জানায় এবং বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কল এবং এস এম এস  করেও তারা এই অপরাধ কাজ করবে বলে জানায় ।এই সকল প্রমান পত্রাদি ইতোমধ্যে আদালত ও থানার মামলায় সংজুক্ত করে রেকর্ড সংরক্ষণ করা হয় এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিডি  সকল কিছুর প্রমানাদি দিয়ে করা হয়। তারা ফেসবুক হ্যাকিং সহ মোবাইল নাম্বার হ্যাকিং করে তথ্য বিভ্রান্তি চালিয়ে সরাসরি এবং মোবাইল ফোনে কল দিয়ে ও এস এমএস পাঠিয়ে হুমকি দেয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন বলেন, “মওদুদ আবদুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী এবং সাংবাদিক। তার উপর এই ধরনের আক্রমণ সাধারণ মানুষের জন্য একটি ভয়াবহ দৃষ্টান্ত হতে পারে। প্রশাসনকে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।”
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদ শাওন বলেন, “মওদুদ আবদুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। তার উপর সন্ত্রাসী আক্রমণ খুবই নিন্দনীয়। আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, যেন দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হয় এবং মওদুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।”
 কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ এই মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে। কিন্তু এজহারনামীয় আসামিরা দ্রুত অবস্থান পাল্টানোর কারণে তাদেরকে গ্রেফতার করতে সমস্যা হচ্ছে। আর প্রশাসনের নাম ভাঙ্গিয়ে যারা হুমকি দিচ্ছে ও তথ্য বিভ্রাট করছে বলে মওদুদ আবদুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন এরা প্রশাসনের কেউ নয়। এদেরকে পেলে সরাসরি কোতোয়ালি মডেল থানায় খবর দেয়ার জন্য বলা হয়েছে।
এদের  সাথে প্রশাসনের কোন সম্পৃক্ততা নেই।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁন বলেন, আমি মওদুদ আবদুল্লাহ শুভ্রকে  ব্যক্তগত ভাবে চিনি। উনি আমার কাছে দুইবার এসেছেন। আমি উনাকে  বলেছি নাম্বার গুলো দিয়ে জিডি করতে এর পরিপ্রেক্ষিতে আমরা আপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উনার কোনো সমস্যা হলে যেকোনো সময় আমাকে ফোন দিবেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন, গ্রামবাসীসহ আমার পরিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করব এবং কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করব। কোতোয়ালি মডেল থানায় সর্বশেষ জিডি করা হয় ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জিডি নাম্বার ৭০২।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD