1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - Dainik Cumilla
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশলের কারণেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া স্বর্ণের চেইন ফেরৎ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী মাসুদ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ কমিটি ঘোষণা সেলিম ভূঁইয়ার বক্তব্য আদালত অবমাননার শামিল, প্রমাণ আছে ভিডিওতে : ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন” রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মনোয়ার সরকার স্বাগত মাহে রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা রাহীম মজুমদার গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে বসতবাড়ি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা- সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করন এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা।

বুধবার সকাল ১০ টা থেকে ঘন্টা ব্যাপী কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালীন সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হলেও, বিক্ষোভ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন যাবত কুমিল্লা সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত করনের জন্য প্রস্তাবিত হয়ে। এছাড়া দীর্ঘদিব সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেয়া হোক।
এছাড়াও বক্তারা আরো বলেন, সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত হলো দুর্ঘটনা ঘটছে। প্রাণহানি সহ মানুষের অঙ্গ হানি হচ্ছে। তাই সড়কের নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। আমাদের দাবি মেনে নেয়া হলে আবারও কঠোর কর্মসূচি দেয়া হবে।
দেবপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা।
এদিকে মহাসড়কের দেবপুর এলাকায় এসে বিক্ষুবদের সাথে কথা বলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু করার আশ্বাসে দেবপুর এলাকা সহ অন্যান্য এলাকা থেকে বিক্ষোভ উঠিয়ে নেয়া হয়।
এ সময়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা সিলেট মহাসড়কটি চার লাইনে উন্নীত করনের কাজ সরকারের ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আমরা আশা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD