1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাগত মাহে রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা রাহীম মজুমদার গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে বসতবাড়ি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রামে সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির কাছে অবৈধ অনুপ্রবেশে আটক ৫ বাংলাদেশিকে হস্তান্তর কুমিল্লার বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুমিল্লার পদুয়ার বাজারে প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা জিয়াউর রহমান ৭৭ সালের পর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন -কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

চৌদ্দগ্রামে সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘উন্নত তারুণ্য, বৈষম্যহীন রাষ্ট্র ও উন্নত নৈতিক জাতি গঠন, দুর্নীতি ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, ইভটিজিং ও গুজব বন্ধ সহ নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কুমিল্লা জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।

কুমিল্লার জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহনাজ আক্তার, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।

সমাবেশে বক্তারা সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, সমাজ থেকে অপরাধ দমনে পুরুষের পাশাপাশি নারীদেরও যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তথ্য-প্রযুক্তির আধুনিক এ যুগে একটি আদর্শ সমাজ বিনির্মাণে নারীদের অবদার ও ভূমিকার কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। পুরুষের সাথে পাল্লা দিয়ে নারীরাও আজ পরিবার, সমাজ এবং আদর্শ রাষ্ট্র বিনির্মাণে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। অপরাধ প্রতিরোধে এবং আদর্শ রাষ্ট্র গঠনে নারীদের করণীয় সম্পর্কে সম্যক ধারণা রাখা চাই। উল্লেখিত অপরাধসমূহ প্রতিরোধে সর্বোচ্চ সচেতন থাকার পাশাপাশি নারীদের আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তবেই দেশ একটি তার নির্দিষ্ট গন্তব্যে এবং সুউচ্চ স্থানে পৌঁছুতে সক্ষম হবে।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্টজন, সামাজিক স্টেক হোল্ডারগণ, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, নারী উদ্যোক্তাগণ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD