1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন - Dainik Cumilla
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপন-র‍্যালী কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র সহ একজন গ্রেপ্তার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত নাঙ্গলকোটে বাড়ি নির্মাণে ২০লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদ করায় নির্মাণাধীন স্থাপনা ভাংচুর কুমিল্লায় শিশু সায়মনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী একজনকে আটক ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে চেক বিতরণ

আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:

আলেম-উলামারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ দ্রুত এগিয়ে যাবে। তাহলে আর দেশ পিছিয়ে পড়বে না। সকল আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে কোন ষড়যন্ত্র বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশে জন্ম নিবে না। সেজন্য আলেম-উলামাদের এক হয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। আগামীদিনের রাষ্ট্র বিনির্মাণে আলেমরা ভূমিকা রাখবে।

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকলের হৃদয় জয় করে আমরা এগিয়ে যাবো। সকল শ্রেণীপেশার মানুষদের ইসলামী দাওয়াত দিতে হবে। এক হয়ে কাজ করতে হবে। গত ৫৪ বছরে সবচেয়ে বেশি আলেম-উলামারা ক্ষতিগ্রস্থ হয়েছে। এবার জনগনের রায় দাড়িঁপাল্লার পক্ষে হবে ইনশাল্লাহ্। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ সালেহী এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সহকারি সেক্রেটারি মুফতি মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

এসময় সুলতানপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কবির আহমেদ, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান সেলিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী আব্দুল হান্নান, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব খান পাঠানসহ আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD