গোলাম হোসাইন তামজীদ।।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ শে মার্চ রবিবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তব অর্পণ করা হয়।
এ সময় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দীন আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা ইলিয়াস মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রুপম মজুমদার, শ্রমিক নেতা আব্দুর রহমান মুন্সি ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফি, মহিলা লিগ সদস্য সচিব মনোয়ারা বেগম সাথী, বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, আব্দুর রহমান সেলিম সহ প্রমূখ।