1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Dainik Cumilla
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে পল্লী চিকিৎসক আটক কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ নাঙ্গলকোটে এনসিপি’র মতবিনিময় সভা কুমিল্লা সীমান্তে চোরাইভাবে আনা ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে হোমনায় মহানবীকে কটুক্তির অভিযোগে আটককৃত যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন, ৪টি মাজার ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ কুমিল্লায় অপহরণের পর অটোরিকশাচালক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৩

কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে জাইফা ও আদনান নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের পশ্চিমপাড়ায় প্রথম ঘটনাটিতে নিহত জাইফা স্থানীয় প্রবাসী মনির হোসেনের কন্যা ও পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে জাইফা (০২) পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে ততক্ষণে তার মৃত্যু হয়।

অন্যদিকে, উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারায় মো. আদনান (২৩ মাস)। সে ওই গ্রামের মো. আল আমিন মিয়ার ছেলে। স্বজনদের ভাষ্যমতে, আদনান উঠানে খেলা করছিল। হঠাৎ করে নিখোঁজ হলে খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে থাকতে দেখা যায় তাকে। উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD