ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ’। রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো. হালিম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পংকজ কুমার আচার্য, শিদলাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহজাদী তাহমিনা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সনজিত চক্রবর্তী, সাহেবাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো, আনোয়ারুল হক, মাধবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তি দেবনাথ, শশীদল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল আউয়াল, চান্দলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দিদারুল হোসাইন, প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা সভাপতির বক্তব্যে বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংত্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংত্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২৫ মে থেকে ২৭মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজ ভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যাক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে।
মেলায় অংশগ্রহণকারী সাধারণ জনগণ জানান, এমন মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজভাবে বোঝা ও সমাধান পাওয়া সম্ভব হচ্ছে।