1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার চৌদ্দগ্রামে চিহিৃত মাদক কারবারি কর্তৃক অসহায় পরিবারের উপর হামলা চৌদ্দগ্রামে অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা, থানায় অভিযোগ ছয়দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, যৌথবাহিনীর হস্তক্ষেপ, ফাঁকাগুলি কুমিল্লায় নববর্ষে শহীদ মুগ্ধ স্মরণে ১০ হাজার তৃষ্ণার্তকে পানি বিতরণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: স্বচ্ছতা ও নিরাপত্তায় প্রশাসনের কঠোর নির্দেশনা উচ্চশিক্ষায় ছুটির জটিলতা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদত্যাগ কুমিল্লায় যুবলীগ নেতা মামুন গ্রেফতার নাঙ্গলকোটে এস এস সি ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জসিম উদ্দীন নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা চোর চক্র আলমিরাতে সংরক্ষিত ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা সহ ১ লাখ ৮০ হাজার টাকা সমমূল্যের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১০টা ৪৫ মিনিটে উপজেলার শুভপুর ইউনিয়নের যশপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসী জসিম উদ্দীন অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি দুবাই প্রবাসী জসিম উদ্দীন দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে দুবাইতে বসবাস করেন। গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালন করতে প্রবাসী জসিম উদ্দীনের স্ত্রী শাহনাজ জান্নাত সন্তানদের নিয়ে দেশ আসেন। ঈদ পালন শেষে ঘরের সকল দরজা-জানালায় তালা লাগিয়ে তিনি গত বুধবার (০২ এপ্রিল) বাবার বাড়ি পাশ^বর্তী নাঙ্গলকোটা উপজেলার মাহিনী গ্রামে বেড়াতে যান। গত রোববার বাড়িতে ফিরে তিনি নিজ ঘরের উত্তর-পূর্ব পাশের শয়ন কক্ষের উত্তর দিকের জানালার গ্রিল কাটা দেখতে পান। পরে ঘরের তালা খুলে দেখেন, নিজ শয়ন কক্ষের সকল আসবাবপত্র এলোমেলো এবং দুটি স্টীলের আলমিরার সকল তালা ভাঙ্গা। পরে আলমিরা তল্লাশী চালিয়ে ও বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বুঝতে পারেন বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান পৌঁনে এগারোটায় অজ্ঞাতনামা চোর চক্র জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। এ সময় চোরেরা আলমিরাতে সংরক্ষিত ৭ ভরি স্বর্ণালঙ্কার যার অনুমান মূল্য ১০ লাখ ৬৫ হাজার টাকা, নগদ ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা সহ ১ লাখ ৮০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে প্রবাসীর ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগি ওই প্রবাসী গত সোমবার চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: শামসুল আরেফিন বলেন, ‘চুরির ঘটনায় থানায় দায়েরকৃত একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD