1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ - Dainik Cumilla
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভিক্টোরিয়া কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও আছে নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মদক বিক্রির টাকা-সহ কারবারি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে: নাহিদ ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সব দর্জি দোকানে চলছে সেলাই। অনেক দোকানি বাড়িয়েছেন কারিগর। মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

ঈদ সামনে রেখে জনভোগান্তি নিরসনের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে মহাসড়কের পাশের কাঁচাবাজার, চায়ের দোকান, খাবারের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকানসহ শতাধিক স্থাপনা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদের নেতৃত্বে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ, সওজ বিভাগসহ অন্যান্য দপ্তরের লোকজন সহায়তা করেন।

স্থানীয় লোকজন জানান, বিগত সময়ে প্রভাব খাটিয়ে সুয়াগাজী বাজারে সওজের জায়গা দখল করে শতাধিক দোকান নির্মাণ করেন প্রভাবশালীরা। এসব দোকানপ্রতি ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে মাসিক ২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছিল। বছরের পর বছর ধরে এ অবস্থা চললেও বড় কোনো অভিযান পরিচালনা করা হয়নি। আবার মাঝেমধ্যে দেখা গেছে, উচ্ছেদ হলেও কয়েক দিন পর আবারও দখল হয়ে গেছে।

সওজ কুমিল্লা কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটি ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঈদ সামনে রেখে জনভোগান্তি নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, সওজের অধিগ্রহণ করা এসব সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। দখলদারদের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হলেও দখলকারীরা সরিয়ে নেননি। তাই অভিযান চালিয়ে এসব অবৈধ দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই জায়গাগুলোতে কোনোভাবেই যেন আর অবৈধ দোকানপাট বসতে না পারে, এ জন্য পরবর্তী সময়েও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। মহাসড়কের অন্যান্য স্থানেও অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD