1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন - Dainik Cumilla
রবিবার, ১১ মে ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার কুমিল্লায় তরুন উদ্যোক্তা তৈরী করতে ‘ডিজিটাল গুরুর’ যাত্রা ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা নাঙ্গলকোটে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত-১২ ইউএনও নিজে কম্বাইন হারভেস্টারে কর্তন করলেন প্রদর্শনীর ধান কুমিল্লায় অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

মারুফ হোসেন :

আইনাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ এবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসা এই আইনজীবী ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন।

এডভোকেট শ্রাবণ কেবল একজন দক্ষ আইনজীবী নন, বরং তিনি একজন সমাজসেবক, মানবিক ব্যক্তিত্ব ও জনকল্যাণে নিবেদিত প্রাণ। তিনি ‘মানবিক বুড়িচং-ব্রাহ্মণপাড়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন। অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা—এসব গুণাবলীর জন্য তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন।

আইন পেশায় তার অসাধারণ বাগ্মিতা, যুক্তিনিষ্ঠতা ও আইনের গভীর জ্ঞান তাকে দ্রুতই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় তিনি বিচারপ্রার্থী মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার কাছে বিচার কেবল পেশা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব, যা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।
দায়িত্ব গ্রহণের পর এডভোকেট শ্রাবণ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে কাজ করে যাব।”

তার এই অর্জনে সহকর্মী, সিনিয়র আইনজীবী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি অতীতের মতোই সাহসী, ন্যায়পরায়ণ ও মানবিক ভূমিকা পালন করবেন এবং বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন।
তাঁর গ্রামের বা‌ড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টিরাজাপুর পূর্ব খোদাইধূলী গ্রামে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD