মারুফ হোসেন :
আইনাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ এবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসা এই আইনজীবী ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন।
এডভোকেট শ্রাবণ কেবল একজন দক্ষ আইনজীবী নন, বরং তিনি একজন সমাজসেবক, মানবিক ব্যক্তিত্ব ও জনকল্যাণে নিবেদিত প্রাণ। তিনি ‘মানবিক বুড়িচং-ব্রাহ্মণপাড়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন। অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা—এসব গুণাবলীর জন্য তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন।
আইন পেশায় তার অসাধারণ বাগ্মিতা, যুক্তিনিষ্ঠতা ও আইনের গভীর জ্ঞান তাকে দ্রুতই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় তিনি বিচারপ্রার্থী মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার কাছে বিচার কেবল পেশা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব, যা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।
দায়িত্ব গ্রহণের পর এডভোকেট শ্রাবণ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে কাজ করে যাব।”
তার এই অর্জনে সহকর্মী, সিনিয়র আইনজীবী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি অতীতের মতোই সাহসী, ন্যায়পরায়ণ ও মানবিক ভূমিকা পালন করবেন এবং বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন।
তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টিরাজাপুর পূর্ব খোদাইধূলী গ্রামে।