1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি চক্র চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার বিল্লাল হোসেন রাজামেহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (১৭ মার্চ) সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার থেকে ছাত্র-জনতা ও বিএনপির কর্মীরা তাকে আটক করে দেবিদ্বার থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তার বিল্লাল হোসেন (৩২) রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে এবং রুবেল হত্যা মামলার ৫৪ নম্বর আসামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মো. মাজহারুল ইসলাম।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বারে ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবেল বাদশা দেবিদ্বার পৌরসভা বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যার দুই মামলার ৫৪তম আসামী মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD