1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি চক্র চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার বিল্লাল হোসেন রাজামেহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (১৭ মার্চ) সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার থেকে ছাত্র-জনতা ও বিএনপির কর্মীরা তাকে আটক করে দেবিদ্বার থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তার বিল্লাল হোসেন (৩২) রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে এবং রুবেল হত্যা মামলার ৫৪ নম্বর আসামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মো. মাজহারুল ইসলাম।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বারে ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবেল বাদশা দেবিদ্বার পৌরসভা বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যার দুই মামলার ৫৪তম আসামী মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD