1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে যৌথ অভিযান - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে যৌথ অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি:
রোজায় দ্বিতীয় দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কুমিল্লা নগরীর রাজগঞ্জসহ খুচরা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ভোক্তা অধিকার ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর।

সোমবার (০৩ মার্চ) সকাল ১১টা থেকে ২টা পযন্ত কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় রমজানের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের মধ্যে মাছ,মাংস, মুরগি, সয়াবিন তেল ও লেবুসহ বিভিন্ন পণ্যের ক্রয় ও বিক্রয়ের ভাউচার মনিটরিং করেন। যাতে অধিক মুনাফার লোভে ভোক্তার সাথে প্রতারণা না করেন সে বিষয়ে প্রথমবারের মতো ব্যবসায়ীদের সাবধান করেন জেলা প্রশাসক।

একই সময় খুচরা বাজারের দেশি ও বিদেশী ফল এবং সবজিতে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন আছে কিনা তা ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছে বিএসটিআই। যাতে করে রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয় সেই বিষয়ে এই পরীক্ষা কার্যক্রম বিএসটিআইয়ের।

জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, জেলা প্রশাসন থেকে প্রতিদিন দুটি টিম নগরীতে বাজার দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে কাজ করছে। এছাড়া প্রতিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার নিয়ন্ত্রনে কাজ করা হচ্ছে। অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রন করা সম্ভব না। এজন্য ব্যবসায়ীদের সাথে সাথে ক্রেতাদের সচেতন হতে হবে। বাজারে প্রতিটি দোকানে মূল্য তালিকা লাগানো আছে কিনা তা দেখতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ধর্মীয় অনুশাসন মেনে ব্যবসা পরিচালনা করলে অধিক মুনাফা ও ভেজাল খাদ্য বিক্রি থেকে বিরত থাকবেন।

অভিযানে বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ, ভোক্তা অধিকার কুমিল্লার সহকারি পরিচালক মোঃ কাউছার মিয়াসহ বিভিনবন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী রেনতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD