1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার - Dainik Cumilla
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামি গ্রেপ্তার কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা  যুবদলকে গতিশীল করার লক্ষে নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম অনেক চড়া চৌদ্দগ্রামে প্রধান শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চৌদ্দগ্রামে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিন আটক

কুমিল্লা দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী (ক্রাইম রিপোর্টার):
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো.দুলাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মো.খলিল শেখ (৫৭)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি পিকআপ জব্দ করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস এসব তথ্য জানান।
থানাসূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার রাতে এএসআই বাকের হোসেনের নেতৃত্বে পুলিশের ফোর্স নিয়মিত টহল চলাকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে সন্দেহভাজন একটি পিকআপ দেখে থামানোর জন্য বললে পিকআপ চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। পরে পিছন থেকে ধাওয়া করে পিকআপটি আটক করার সময় অজ্ঞাত ৬/৭ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিন ডাকাতকে আটক করে গাছে বেঁধে রাখে গ্রামবাসী। পরে পিকআপে তল্লাসী চালিয়ে ৪টি রামদা, ১টি কিরিচ, ৩টি পাইপ, ১টি লোহার রড ও রশি উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত ৭/৮জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিল।এই চক্রের সদস্য জহিরুল ইসলামের নামে ১৯টি, শাহ আলমের নামে ৭টি ও খলিলুর রহমানের নামে ৭টি ডাকাতি হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বুধবার বিকালে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD