মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে দিবসের প্রথম প্রহরে প্রভাতফেরী, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে দিবসটি পালিত হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী মো: বশির আহমেদ, মো: আহসান উল্লাহ বেপারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী কাজী মো: মহিন উদ্দিন নয়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. ফখরুদ্দীন ইমন, সহকারী শিক্ষক মাওলানা মো: বেলাল হোসেন, মো: আরমান হোসাইন, মোসা: শাহিদা আক্তার, মোসা: আকলিমা আক্তার, মোসা: নাছরিন আক্তার, শাহিন সুলতানা মুন্নী, মোসা: তাহমিনা আক্তার সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।