1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল নির্বাচনে তিন পদেই একক প্রার্থী - Dainik Cumilla
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সদর দক্ষিণে সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার এক সন্তানের জন্য দীর্ঘ অপেক্ষা, আল্লাহ দিলেন একসঙ্গে ৩ সন্তান। কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল নির্বাচনে তিন পদেই একক প্রার্থী

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনকে সামনে রেখে কাউন্সিল নির্বাচনে তিন পদেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন সভাপদি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান। যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ হলে তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস।
আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নেতা নির্বাচনের জন্য কাউন্সিলে স্বচ্ছ ব্যালটে ভোটের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। তবে এদিন তিন পদের প্রত্যেকটিতেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।

রাত সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। এর আগে বিভিন্ন সময়ে সভাপতি পদে বর্তমান আহবায়ক উদবাতুল বারী আবু এবং সাংগঠনিক সম্পাদক পদে যুগ্ম আহবায়ক রাজিউর রহমান মনোনয়নপত্র জমা দেন।
রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস বলেন, এ পর্যন্ত তিনটি পদেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যদি তাদের মনোনয়ন বৈধ হয় তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
তিনি বলেন, ব্যালটে ভোটগ্রহণের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে যেহেতু কোনো পদেই একাধিক প্রার্থী নেই; তাই আর ভোটগ্রহণের প্রয়োজন পড়ছে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD