ন্যাপ নেতা জাকির হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
কুমিল্লা প্রতিনিধি
আজ বীর মুক্তিযোদ্ধা ন্যাপ নেতা জাকির হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী। বীর মুক্তিযোদ্ধা জাকির হোসন ছিলেন ন্যাপ কেন্দ্রিয় কমিটির সভাপতি মণ্ডলির সদস্য, ন্যাপ কুমিল্লা জেলা সভাপতি মুক্তিযুদ্ধকালীন সময় ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনির কুমিল্লার কমান্ডার।
ওনার মৃত্যুবার্ষিকীতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী উদ্দোগে মরহুমের কবর জিয়ারত, পুস্পার্ঘ অর্পণ, লাকসাম রোডস্থ মরহুমের নিজ বাস ভবনে বিকেল ৩টা ৩০মিনিটে স্মরণসভার আয়োজন করেছে, বাদ আছর দোয়া ও মিলাদ মিহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের সহকর্মী সহযোদ্ধা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী শুভান্যুধায়িদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হলো।