1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান।: জয়নাল আবেদীন ফারুক - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান।: জয়নাল আবেদীন ফারুক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেন, ভারতীয় দাদাগিরি আর চলবে না। শেখ হাসিনা এখন মোদীর আঁচলের নিচে। মঙ্গলবার বিকাল চারটায় কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস আপনার প্রতি সমর্থন আছে, সমর্থন থাকবে‌। আমরা আপনাদের থেকে সমর্থন প্রত্যাহার করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেইমান নয়। ডিজিএফআই, এনএসআই দিয়ে নতুন দল করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপেক্ষা করবে না।

তিনি আরো বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান। গত ১৬ বছর একটি মিডিয়া ও তারেক রহমানের নাম লিখেনি। সেই তারেক রহমান ধৈর্য ধরে আপনাদের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ আপনারা যদি নষ্ট করে দেন তাহলে ইতিহাসের আঁস্তাকুড়ে পতিত হবেন ।

তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সামনে রমজান মাস, কয়জন চিনি সিন্ডিকেটকে ধরতে পেরেছেন? যারা অতীতে এই সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংককে বাড়ি করেছে। কানাডায় বেগম পাড়া বাড়ি করেছে। তাদের কয়জনকে আইনের আওতায় এনেছেন। যখনি মির্জা আলমগীর ভালো কথা বলবে, যখনি সত্য কথা বলবে, যখনি দাদাদের বিরুদ্ধে কথা বলবে, যখনি তিস্তার পানির হিসাব চাইবে, যখনি আমাদের উপর অত্যাচারের বিচার চাইবে, তখনি কিছু কিছু লেজুরভিত্তিক দল আমাদের বিপক্ষে কথা বলা শুরু করবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD