1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

কুমিল্লার দেবিদ্বারে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বার তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য “একটি উদ্যোগ হাজারো সম্ভাবনা, নতুন দিগন্তের উন্মোচনা। মেলাটি আয়োজন করেন দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
মেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেলায় উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক, খাবার ও প্রসাধনসামগ্রীর ৩৯ টি স্টল রয়েছে। সব স্টলে মেলার উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙ্গের বাহারি পোষাক, ছোট শিশুদের উলেন কাপড়, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, মেয়েদের রূপচর্চার নানা-সামগ্রী, নানা স্বাদের আচার, দেশি-বিদেশি মেকাপ, হস্তশিল্প ও মৃত শিল্প সামগ্রী স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা স্টল সাঁজিয়ে বসেছেন। উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল উদ্যোক্তা মেলা। মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যোক্তারা। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে প্রত্যাশা তাদের।
উদে¦াধনী অনুষ্ঠানে (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করা সম্ভব হলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি, শুধু শিল্প খাত নয়, সবার সহযোগিতায় বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। আমি অত্যান্ত খুশি এমন একটি প্রাণবন্ত মেলা আয়োজন দেখে।
মেলা কমিটির সভাপতি মো. নাজমুল আলম সরকার এর সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলা সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহবায়ক মো. নাজমুল হাসান নাহিদ, সদস্য মির্জা মো. শাকিল ও মির্জা মো. সাদ্দাম হোসেন, জাতীয় নাগিরিক কমিটির প্রতিনিধি মো.ফয়সাল, সিয়াম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD