1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান হেলপার নিহত - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান হেলপার নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নয়ন (২৩) নামে এক কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছে। নিহত নয়ন বগুড়া সদর এলাকার এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ভিটা ওয়ার্ল্ডেও সামনের ডিমাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকায় কাভার্ডভ্যান হেলপার নয়ন বিকল হওয়া কাভার্ডভ্যানের চাকা মেরামতের কাজ করছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে নয়ন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়নের মামা রাজু আহমেদ জানান, নয়ন নিজ এলাকায় ইলেকট্রিকের কাজ করতো। একপর্যায়ে সংসারের অভাব ঘুচাতে সে কাভার্ডভ্যানের হেলপার হিসেবে চাকুরি নেয়। দুর্ঘটনার কবলে পড়ে সড়কেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD