1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সেই অধ্যক্ষ ইউসুফকে কলেজে আনায় শিক্ষার্থীদের প্রতিবাদী মার্চ - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসিতে কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ৮৪৪ জনের ফল পরিবর্তন একটি সুখী সমৃদ্ধ সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই : জাহাঙ্গীর আলম জাবির কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় অনন্য ইউএনও নু এমং মারমা মং বিজিবির বিশেষ অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, ২ জন আটক সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

সেই অধ্যক্ষ ইউসুফকে কলেজে আনায় শিক্ষার্থীদের প্রতিবাদী মার্চ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

 

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধানকে কলেজে আনায় তাৎক্ষণিক প্রতিবাদী মার্চ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কলেজের ডিগ্রি শাখার কলা ভবনের সামনে থেকে পরীক্ষা ভবন পর্যন্ত এই মার্চ কর্মসূচি করে শিক্ষার্থীরা।

জানা গেছে, ৫ আগস্টের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান হয়েছেন ঢাকা কলেজের সমালোচিত অধ্যক্ষ আবু ইউসুফ। এর আগে ঢাকা কলেজে থাকাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের তিনি খিচুড়ি খাইয়ে আলোচনায় আসেন। এছাড়াও অপহরণ মামলার আসামি ছাত্রলীগ নেতাদের জেল থেকে আসার পর ফুল দিয়ে বরণ করেও তিনি পত্রিকার হেডলাইন হন। ছাত্রজনতার আন্দোলনে যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হল বন্ধ করা হয় তিনি ছাত্রলীগ নেতাদের হলে থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়াও বিভিন্নভাবে বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন। যেকারণে তার পদায়নের পর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করে আসছে। এতদিন তিনি কলেজে লুকিয়ে এসে শুধু দেখা করে যেতেন। বৃহস্পতিবার বিভাগের মাস্টার্সের একটি অনুষ্ঠানে তাকে দাওয়াত করে শিক্ষকরা। অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলেজের পরীক্ষা ভবনে আসেন। তখনই উপস্থিত শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে এবং কলা ভবন থেকে কলেজের পরীক্ষা ভবন পর্যন্ত প্রতিবাদী মার্চ কর্মসূচী করে। শিক্ষার্থীরা পরীক্ষা ভবনের যাওয়ার আগেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান পল্লব বলেন, ‘রক্তের দাগ এখনও শুকায়নি, ছাত্রলীগকে খিচুড়ি খাওয়ানো সেই অধ্যক্ষকে কেন অতিথি করা হলো। আমরা এর বিচার চাই। কারা ফ্যাসিবাদকে আবারও সামনে আনতে চায় আমরা তা জানতে চাই।’

 

প্রতিবাদী মার্চে অংশগ্রহণ করা কয়েকজন বলেন, আমরা শুনেছি কতিপয় শিক্ষক কর্মকর্তারা এই ঘটনার সাথে জড়িত। আমরা সোজা বলতে চাই যারা আমাদের বিপ্লবকে ধারণ করেন না। আমরা পূর্বে যেমন খিচুড়ি অধ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা তাদের বিরুদ্ধেও করবো। সুতরাং সাধু সাবধান। এসময় শিক্ষার্থীরা এই শিক্ষকের প্রত্যাহার দাবী করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD