1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সেই অধ্যক্ষ ইউসুফকে কলেজে আনায় শিক্ষার্থীদের প্রতিবাদী মার্চ - Dainik Cumilla
শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা

সেই অধ্যক্ষ ইউসুফকে কলেজে আনায় শিক্ষার্থীদের প্রতিবাদী মার্চ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

 

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধানকে কলেজে আনায় তাৎক্ষণিক প্রতিবাদী মার্চ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কলেজের ডিগ্রি শাখার কলা ভবনের সামনে থেকে পরীক্ষা ভবন পর্যন্ত এই মার্চ কর্মসূচি করে শিক্ষার্থীরা।

জানা গেছে, ৫ আগস্টের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান হয়েছেন ঢাকা কলেজের সমালোচিত অধ্যক্ষ আবু ইউসুফ। এর আগে ঢাকা কলেজে থাকাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের তিনি খিচুড়ি খাইয়ে আলোচনায় আসেন। এছাড়াও অপহরণ মামলার আসামি ছাত্রলীগ নেতাদের জেল থেকে আসার পর ফুল দিয়ে বরণ করেও তিনি পত্রিকার হেডলাইন হন। ছাত্রজনতার আন্দোলনে যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হল বন্ধ করা হয় তিনি ছাত্রলীগ নেতাদের হলে থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়াও বিভিন্নভাবে বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন। যেকারণে তার পদায়নের পর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করে আসছে। এতদিন তিনি কলেজে লুকিয়ে এসে শুধু দেখা করে যেতেন। বৃহস্পতিবার বিভাগের মাস্টার্সের একটি অনুষ্ঠানে তাকে দাওয়াত করে শিক্ষকরা। অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলেজের পরীক্ষা ভবনে আসেন। তখনই উপস্থিত শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে এবং কলা ভবন থেকে কলেজের পরীক্ষা ভবন পর্যন্ত প্রতিবাদী মার্চ কর্মসূচী করে। শিক্ষার্থীরা পরীক্ষা ভবনের যাওয়ার আগেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান পল্লব বলেন, ‘রক্তের দাগ এখনও শুকায়নি, ছাত্রলীগকে খিচুড়ি খাওয়ানো সেই অধ্যক্ষকে কেন অতিথি করা হলো। আমরা এর বিচার চাই। কারা ফ্যাসিবাদকে আবারও সামনে আনতে চায় আমরা তা জানতে চাই।’

 

প্রতিবাদী মার্চে অংশগ্রহণ করা কয়েকজন বলেন, আমরা শুনেছি কতিপয় শিক্ষক কর্মকর্তারা এই ঘটনার সাথে জড়িত। আমরা সোজা বলতে চাই যারা আমাদের বিপ্লবকে ধারণ করেন না। আমরা পূর্বে যেমন খিচুড়ি অধ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা তাদের বিরুদ্ধেও করবো। সুতরাং সাধু সাবধান। এসময় শিক্ষার্থীরা এই শিক্ষকের প্রত্যাহার দাবী করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD