1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি হলেন জামায়াতের সভাপতি - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ

ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি হলেন জামায়াতের সভাপতি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লার তিতাসে আবু হানিফ নামের এক আওয়ামী লীগ নেতাকে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ঘোষণা করা করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

 

আবু হানিফ উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়ন পরিষদের মেম্বার।

স্থানীয় সূত্র জানায়, বিগত সময়ে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন আবু হানিফ। হঠাৎ করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে প্রকাশ্যে আসে আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার কথা। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে আবু হানিফ মেম্বারকে একাধিকবার মুঠোফোনে কল দিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন বলেন, ‘আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পার জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD