1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাব....ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাব….ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবি ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া মানুষের পাশে সবসময় থাকতে চাই। তাদের পাশে থেকে সুখ দুঃখের ভাগী হতে চাই। এলাকার মানুষ ব্রিটিস আমল থেকে ভদ্র ও শিক্ষিত, তাদের ভাগ্য উন্নয়নে আমৃত্যু কাজ করে যাবো।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুক্রবার দুপুরে তার কুমিল্লা কার্যালয়ে বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হবে, তাদেরকে শিক্ষিত করার মাধ্যমে জনশক্তিতে রুপান্তর করতে হবে।

এদিকে সাংবাদিকদের সাথে আলোচনা শেষে বিকেলে তার নিজ বাসবভনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপি ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী এবং পরিচালনা করেন এডভোকেট মোঃ জহিরুল ইসলাম।

সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭ টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন একজন শিক্ষিত, সৎ ও পরিশ্রমী মানুষ। তিনি বিজ্ঞ আইনজীবি হিসেবে শুধু দেশে নয় আন্তর্জাতীক অঙ্গণে একজন পরিচিত মুখ। আগামী দিনে তিনি এ আসন থেকে নির্বাচিত হলে বুড়িচং – ব্রাহ্মণপাড়া মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, ষোলনল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান আহমদ, মোঃ তারেক মাহমুদ, মফিজুল ইসলাম, মোঃ রাকিব, এমরান মাষ্টার, মোঃ নাছির উদ্দিন, মোঃ হাছান, মোঃ মিজানুর রহমান, মোঃ আলী হোসেন। উপস্থিত ছিলেন এডভোকেট আহাদ, এডভোকেট সফিউল্লাহ, এডভোকেট আল মামুন খন্দকার, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট আবদুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম, এডভোকেট শাহিন হোসেন মিঠু জয়নাল হিজারী প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD