1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা আটক চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি শেখ হাসিনা ও কামালকে ফাঁসি, সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড কুমিল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা–ছেলেকে ছুরিকাঘাতে হত্যা বাঘের হাত থেকে বাঁচার জন্য যেমন একজন ব্যক্তি চেষ্টা করে ঠিক সেরকম শক্তি দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করতে হবে-এটিএম মাসুম বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ব্রাহ্মণপাড়ায় বসত ঘর হতে ১২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার কুমিল্লায় মহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও স্থানীয় মাদক ব্যবসায়ী আবু বক্করকে গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে গ্রামবাসী। উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামে এই কর্মসূচি পালিত হয়েছে। এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, কিশোর গ্যাং লিডার আবু বক্কর ও তার সহযোগিদের হাতে গুরুতর আহত আনোয়ার হোসেন বাবু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন প্রবাসী। দীর্ঘদিন যাবৎ প্রবাসে (কাতার) থেকে ব্যবসা-বানিজ্য করি। কিছুদিন পূর্বে ছুটিতে দেশে এসেছি। এরমধ্যে গত ২৫ নভেম্বর বিকালে আমার নিজ গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আবু বক্কর তাদের একই বাড়ীর তার আপন ফুফাতো ভাই মৃত আতাউর রহমানের বিধবা স্ত্রী মোসা: সালমা আক্তার লাকিকে কু-প্রস্তাব দিয়ে প্রতিনিয়ত মানসিকভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ শুনতে পাই। ঐদিন রাতেই আবু বক্কর তার ফুফাতো ভাইয়ের বউ সালমা আক্তার লাকিকে তুচ্ছ ঘটনার অজুহাতে বেধড়ক মারধর করে। পরে বিষয়টি নিয়ে বিচার চেয়ে ভুক্তভোগি গৃহবধূ সালমা আক্তার লাকি সমাজের গণ্যমান্য লোকজনকে অবহিত করলে তাদের সিদ্ধান্তে পরদিন ২৬ নভেম্বর বিকালে গ্রামে একটি শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, শালিস-বৈঠক চলাকালে আবু বক্কর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে কঠাক্ষ করে অপমানমূলক বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। এ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবু বক্কর হঠাৎ করে নিজ কোমরে লুকিয়ে রাখা একটি চাইনিজ কুড়াল বের করে আমার মাথার মধ্যিভাগে কোপ মারে। কুড়ালের কোপে আমি মাটিতে লুটিয়ে পড়ে গেলে আমার ভাই এগিয়ে আসে। এ সময় ক্ষিপ্ত আবু বক্কর চাইনিজ কুড়াল দিয়ে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। একই সময় আবু বক্করের মা এলাকার চিহিৃত মাদক স¤্রাজ্ঞী মনোয়ারা বেগম ও তার মেয়ে পাখি আক্তার এবং মেয়ে জামাতা আব্দুল হান্নানসহ কিশোর গ্যাং সদস্যরা মিলে উপস্থিত সবাইকে মারধর শুরু করে। এতে আমরা দুই ভাইসহ কয়েকজন গুরুতর আহত হই। পরে শালিসে উপস্থিত অন্যান্য লোকজন এগিয়ে আসলে আবু বক্কর ও তার মা-বোন সহ হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এ ঘটনায় গত ১ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় চিহিৃত মাদক ব্যবসায়ী, স্থানীয় কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী আবু বক্করকে প্রধান আসামী করে, তার মা এলাকার চিহিৃত মাদক স¤্রাজ্ঞী মনোয়ার বেগম ও মেয়ে পাখি ও মেয়ে জামাতা আব্দুল হানান সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করি। মামলা করার পর থেকে সন্ত্রাসী আবু বক্কর আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি অব্যাহত রাখায় নিজ বাড়ীতে এখনো আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগ থেকে আবু বক্কর ও তার মা মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে। মাদকের এ ভয়াল থাবায় এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। ইতিমধ্যে আবু বক্কর, তার মা মনোয়ারা বেগম সহ তার পরিবারের আরও কয়েকজন সদস্য একাধিক মাদক মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন। তাদের বিভিন্ন অত্যাচারে গ্রামবাসী আজ অতিষ্ঠ। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে মাদক স¤্রাজ্ঞী মনোয়ারা বেগম, তার সন্ত্রাসী ছেলে আবু বক্কর সহ অপরাপর আসামীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা আজ সময়ের অন্যতম দাবি। সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবিলম্বে উল্লেখিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরালো দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে এলাকার সর্বস্তরের লোকজন তাদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD