1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে, যা বললেন প্রধান শিক্ষিকা - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে, যা বললেন প্রধান শিক্ষিকা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় গার্লস স্কুলের (বালিকা বিদ্যালয়ের) লটারি পদ্ধতিতে ভর্তি তালিকায় নাম উঠে এসেছে এক ছেলে শিক্ষার্থীর। কুমিল্লা নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় এই ঘটনা ঘটেছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে বালিকা বিদ্যালয়টির ওয়েবসাইটে ৩য় ও ৬ষ্ঠ শ্রেণীতে লটারি চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আর এই তালিকায় ষষ্ঠ শ্রেণীর প্রভাতি শাখার ৪১ নং সিরিয়ালে ‘মো. আরাফাত হোসেন’ নামের এক ছেলে শিক্ষার্থীর নাম দেখা গিয়েছে।
এরপর, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। ‘কুমিল্লা জিলা স্কুল ২০১৯’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখা হয় ‘আলহামদুলিল্লাহ, আমার আপন শালা (শ্যালক) লটারির মাধ্যমে ৪১তম হয়ে নওয়াব ফয়জুনেচ্ছা স্কুলে চান্স পেয়েছে, সবাই দোয়া করবেন।’ এই পোস্টের মন্তব্য বক্সে বিভিন্ন হাস্যরসাত্মক কথা লিখেছেন অনেকে।

এদিকে, এই ঘটনায় অনেক অভিভাবক বিরূপ মন্তব্যও করেছেন। নামপ্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেছেন, লটারি পদ্ধতি নিচ্ছে ভালো কথা। কিন্তু অন্তত নাম তো দেখবে তালিকা করার সময়। গার্লস স্কুলের তালিকায় ছেলেদের নাম আসবে কেন। আরেকটু যাচাই-বাছাই করা প্রয়োজন সব কিছুতেই উদাসীনতা’।
এই বিষয়ে জানতে চাইলে নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আকতার বলেন, লটারি প্রক্রিয়া আমাদের হাতে নেই। এই তালিকা ঢাকা থেকে হয়ে এসেছে। ওই ছেলের অভিভাবক হয়তো না বুঝে ফয়জুন্নেছা স্কুলকে তালিকায় দিয়ে দিয়েছিলো৷ আর লটারি তার নাম উঠে এসেছে। তার পরিবর্তে অপেক্ষমাণ তালিকা থেকে একজনকে নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD