1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেনারেল হাসপাতালে এ বছরের সাত মাসেই বহির্বিভাগের চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩০ হাজার রোগী ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা

চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন।।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ীর পাশের পুকুর থেকে আকলিমা আক্তার (৯) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায়। নিহত আকলিমা চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার আব্দুল মান্নানের মেয়ে। সে গত কয়েকদিন আগে তার সৎ মায়ের বাবার বাড়িতে স্বপরিবারে বেড়াতে এসেছিলো বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ হেফাজতে নেয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

স্থানীয় ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে নিহত শিশু আকলিমা তার বাবার সাথে সৎ মায়ের বাবার বাড়ি উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায় বেড়াতে আসে। রোববার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে সে নানার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর পাড়ে তার শুকনো কাপড়চোপড় দেখতে পেয়ে সন্দেহজনকভাবে তাকে পুকুরের পানিতেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাড়ীর পাশের ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। স্বাভাবিকভাবে এটিকে পানিতে ডুবে মৃত্যু বলেই মনে করা হচ্ছে। পরিবারের অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD