1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার অনেক কাজ আছে' - Dainik Cumilla
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন (রহ:) এর স্মরণ সভা অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে ভেলপুরি খেয়ে নারী-শিশুসহ হাসপাতালে ভর্তি প্রায় শতাধিক, বিক্রেতা পলাতক বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: অধ্যক্ষ সেলিম ভূইঁয়া কুমিল্লায় চুরি-ছিনতাই বাড়ায় অভিযান, গ্রেফতার আওয়ামী লীগ নেতাসহ ১৪ নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু কুমিল্লায় ৩০ কেজি গাজাসহ ২ জন আটক ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় রড বুঝাই লরিকে বাসের ধাক্কা! নিহত -১,আহত- ১০ কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী সুবিধাবাদীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার

সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার অনেক কাজ আছে’

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে ঢাকা টাইমসের কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে হেনস্থা ও তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হাসপাতালের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাসপাতালের রিসিপশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম। পরে, সেখানে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার কাছে প্রসুতির মৃত্যুর অভিযোগের বিষয়টি জানতে চাইলে এইচ আর হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা ওই সাংবাদিককে হেনস্থা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাংবাদিক জাহিদ কোনমতে তার হাত থেকে মোবাইল ফোনটি রক্ষা করেন।

এই বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম বলেন, এইচ আর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মারা গিয়েছে। সাংবাদিকরা তো আর এক পক্ষের কথা শুনে সরাসরি একটি হাসপাতালের বিরুদ্ধে লিখতে পারে না। সে জন্যই আমি হাসপাতালের চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলাম। উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সাথে সাথে উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মত আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারবো না এই বিষয়ে। এক পর্যায়ে আমি ওনার হাসপাতালের ছবি তুললাম কেন এই কথা বলে উনি আমার মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপ্রকার কোনমতে আমি আমার ফোন ওনার কাছ থেকে উদ্ধার করি। সাংবাদিক তথ্য সংগ্রহে যাবে, ছবি তুলবে এটা তো স্বাভাবিক বিষয়। এটার জন্য তিনি একজন সাংবাদিককে হেনস্তা করতে পারেন না। তার মোবাইল ছিনিয়ে নিতে পারেন না। আমি আমার সাথে হওয়া এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে এটি শুনলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শনিবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুলক ফারুক বলেন, সাংবাদিক জাহিদ হাসান নাঈমের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রেসক্লাব থেকে সিভিল সার্জন বরাবর অভিযোগ জানাবো।সাংবাদিকে হেনস্তা করার উপযুক্ত ব্যবস্থা করা না হলে প্রেসক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।

কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা বলেন,জাহিদ হাসান নাঈম পেশাদার সাংবাদিক,ছবি তোলা এবং সংবাদ সংগ্রহ কালে তাকে হেনস্থার নিন্দা জানাই, অবিলম্বে হাসপাতালে চেয়ারম্যান কে গ্রেফতার করা হউক।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার বিষয়ে আনিত অভিযোগগুলো মিথ্যা। আপনার এ ঘটনার ভিডিও আছে এটা বললে তিনি বলেন এগুলো মিথ্যে।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD