1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদের সম্পাদক সোহরাব, সহ-সম্পাদক মুনছুর - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদের সম্পাদক সোহরাব, সহ-সম্পাদক মুনছুর

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে ব্যালটের ভোটে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক মো. মুনছুর হেল্লাল, যুগ্ম সম্পাদক (মহিলা) নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন। শিক্ষক পরিষদ নির্বাচনের কমিশনার প্রফেসর মো. খালেদ হোসেন খান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা সাক্ষরিত এক বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সম্পাদক পদে গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান পেয়েছেন ৭৬ ভোট। নিকটম প্রার্থী মাছুম মিল্লাত মজুমদার পেয়েছেন ৭০ভোট ও আরেক প্রার্থী মো. মহিবুবুল হক ছোটন পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. মুনছুর হেল্লাল পেয়েছেন ১১৮ ভোট। তার নিকটম প্রার্থী মোহাম্মদ রিপন ভূইয়া পেয়েছেন ৪৩ ভোট। যুগ্ম সম্পাদক (মহিলা) পদে মাহমুদা আক্তার ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

 

নবনির্বাচিত সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ভিক্টোরিয়া কলেজ দেশের অন্যতম সেরা কলেজ। সেখানকার উন্নয়ন অগ্রযাত্রায় এই শিক্ষক পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। সেখানে আমাদের সহকর্মীদের সহযোগীতা প্রত্যাশা করছি। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নির্বাচনের মাধ্যমে আমাকে বিজয়ী করেছেন। তাছাড়া আমি জয় পরাজয় না ভেবে সবার পরামর্শ ও সহযোগীতায় কাজ করতে চাই। আশাকরি ভিক্টোরিয়া কলেজ তা অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

 

প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা সম্প্রীতি ও সৌহার্দের জন্য নির্বাচন করেছি। শান্তিপূর্ণ নির্বাচন শেষে ফল ঘোষণা হবে। ২০১৭ সালে সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে আর আজ দীর্ঘ ৭ বছর পর আবার নির্বাচন দেখলো শিক্ষক পরিষদ। এটা ভিক্টোরিয়া কলেজের জন্য আনন্দের। ২টায় ভোট গ্রহণ শেষে গণনা হয়। পরে প্রার্থীদের উপস্থিতিতে ফল প্রকাশ করা হয়।

 

উল্লেখ্য, কলেজের ১৭০ জনের বেশি শিক্ষা কর্মকর্তা ভোটার ছিলেন। গত ০৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বিতরণ করা হয় ২৯ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারেরর দিন ছিল ৩০ অক্টোবর।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD