1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদের সম্পাদক সোহরাব, সহ-সম্পাদক মুনছুর - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদের সম্পাদক সোহরাব, সহ-সম্পাদক মুনছুর

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে ব্যালটের ভোটে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক মো. মুনছুর হেল্লাল, যুগ্ম সম্পাদক (মহিলা) নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন। শিক্ষক পরিষদ নির্বাচনের কমিশনার প্রফেসর মো. খালেদ হোসেন খান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা সাক্ষরিত এক বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সম্পাদক পদে গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান পেয়েছেন ৭৬ ভোট। নিকটম প্রার্থী মাছুম মিল্লাত মজুমদার পেয়েছেন ৭০ভোট ও আরেক প্রার্থী মো. মহিবুবুল হক ছোটন পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. মুনছুর হেল্লাল পেয়েছেন ১১৮ ভোট। তার নিকটম প্রার্থী মোহাম্মদ রিপন ভূইয়া পেয়েছেন ৪৩ ভোট। যুগ্ম সম্পাদক (মহিলা) পদে মাহমুদা আক্তার ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

 

নবনির্বাচিত সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ভিক্টোরিয়া কলেজ দেশের অন্যতম সেরা কলেজ। সেখানকার উন্নয়ন অগ্রযাত্রায় এই শিক্ষক পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। সেখানে আমাদের সহকর্মীদের সহযোগীতা প্রত্যাশা করছি। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নির্বাচনের মাধ্যমে আমাকে বিজয়ী করেছেন। তাছাড়া আমি জয় পরাজয় না ভেবে সবার পরামর্শ ও সহযোগীতায় কাজ করতে চাই। আশাকরি ভিক্টোরিয়া কলেজ তা অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

 

প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা সম্প্রীতি ও সৌহার্দের জন্য নির্বাচন করেছি। শান্তিপূর্ণ নির্বাচন শেষে ফল ঘোষণা হবে। ২০১৭ সালে সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে আর আজ দীর্ঘ ৭ বছর পর আবার নির্বাচন দেখলো শিক্ষক পরিষদ। এটা ভিক্টোরিয়া কলেজের জন্য আনন্দের। ২টায় ভোট গ্রহণ শেষে গণনা হয়। পরে প্রার্থীদের উপস্থিতিতে ফল প্রকাশ করা হয়।

 

উল্লেখ্য, কলেজের ১৭০ জনের বেশি শিক্ষা কর্মকর্তা ভোটার ছিলেন। গত ০৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বিতরণ করা হয় ২৯ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারেরর দিন ছিল ৩০ অক্টোবর।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD