1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সাত বছর পর ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদে ভোটের হাওয়া, উৎফুল্ল শিক্ষকরা - Dainik Cumilla
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস কুসিকের প্রধান নির্বাহী সামছুল আলমকে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ কলেজ গভর্নিং বডি সভাপতি জাফর সাদিক, বিদ্যোৎসাহী আবু ইউনুস হাসান মানিক ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত কুমিল্লায় তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই চান্দিনায় কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি স্কেলের আঘাতে শিশুর চোখ ক্ষতিগ্রস্ত: কুমিল্লার সেই স্কুলশিক্ষক গ্রেপ্তার নাঙ্গলকোটে বিএনপির সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহতদের পাশে বিএনপি, কমিটি বাতিল

সাত বছর পর ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদে ভোটের হাওয়া, উৎফুল্ল শিক্ষকরা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে ভোটের আবাস। অত্যন্ত প্রফুল্ল শিক্ষকরা। এ নির্বাচনে চারটি পদে মোট সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ কলেজে ১৭০ জনের বেশী শিক্ষা কর্মকর্তা আছেন। গত ০৮ অক্টোবর  (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মোঃ খালেদ হোসেন খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।তফসিলের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ২৯ অক্টোবর ২০২৪ খ্রি.

সম্পাদক পদে যে তিন জন মনোনয়নপত্র নিয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিবুবুল হক ছোটন।

যুগ্ম-সম্পাদক পদে দু’জন মনোনয়ন পত্র নিয়েছেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ মুনছুর হেল্লাল, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূইয়া।

যুগ্ম-সম্পাদক (মহিলা) পদে মনোনয়নপত্র নিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার এবং কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন।

নিবার্চন তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারেরর তারিখ ৩০ অক্টোবর। ০৪ নভেম্বর ২০২৪ খ্রি.ভোট গ্রহণ ও ভোট গ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে ।

প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা আশাকরি অত্যান্ত সম্প্রীতি ও সৌহার্দে মধ্যে একটি নির্বাচন হবে। সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে ২০১৭ সালে।  ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের ঐতিহ্য ও সুনাম রয়েছে। আমরা সে ধারা অব্যাহত রাখতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD