দৈনিক কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা (সা.) কে নিয়ে কটুক্তি করায় হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র গৌবিন্দ মজুমদার শুভ (২২) পিতা-জুগল মজুমদার
আটক করেছে জেলা ডিবি
পুলিশ। মঙ্গলবার(২৯অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান।
তিনি জানান,কটুক্তিকরী আসামী গত (২৬ অক্টোবর) শনিবার রাত ১০.২০ মিনিটে তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করে “নবীর সাথে কৃষ্ণের তুলনা করাই পাপ। কৃষ্ণ সয়ং ভগবান। আর মুহাম্মদ একজন সামান্য মানুষ ছিল। তাও আবার কেমন মানুষ এবং কেমন চরিত্রের ছিল আশা করি তা সবাই মোটামোটি হলেও জানে”। তার এ ঘটনাকে কেন্দ্র করে গত গত রবিবার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা আসামীকে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। ওই পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসান(৩০) অভিযোগ দায়ের করলে হোমনা থানার রোববার মামলা দায়ের করা হয়।
ওই ঘটনার কারণে জেলা ডিবি পুলিশ ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে কটুক্তি করার মূল রহস্য উদঘাটন পূর্বক আসামী গ্রেফতারের লক্ষ্যে
টিম গঠন করে । এ ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে (২৮ অক্টোবর) সোমবার সন্ধ্যায় কুমিল্লার কান্দিরপাড় এলাকা
হতে আসামী গোবিন্দ মজুমদার শুভ (২১) কে গ্রেফতার করা হয়ে।