কলেজ প্রতিনিধি।।
৮ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির কমান্ডার লে.(বিএনসিসিও) মো. ফিরোজ-উল-আলম চৌধুরী ক্যাপ্টেন পদে পদোন্নতি হয়েছেন।
গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে মেজর এস এম আমিনুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পদোন্নতি করা হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার পক্ষ থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তি লে.(বিএনসিসিও) মো. ফিরোজ-উল-আলম চৌধুরী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়ে লে.(বিএনসিসিও) মো. ফিরোজ-উল-আলম চৌধুরী জানান, আমার চাকরির সময় আর ১ বছর ৩ মাসের মত আছে। শেষে দিকে এসে আমি এক সাথে দুইটি জিনিস পেয়েছি প্রথমটি অধ্যাপক হিসেবে পদোন্নতি এবং অপরটি হচ্ছে ক্যাপ্টেন পদে পদোন্নতি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, সেটা বলে বুঝানো সম্ভব নয়। আমি ১৯৯৭ সাথে বিএনসিসিও প্লাটুনের দায়িত্ব গ্রহণ করি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার সিইউও শান্ত দেবনাথ জানান, আমরা আনন্দিত ক্যাপ্টেন মো. ফিরোজ-উল-আলম চৌধুরী স্যারের আন্তরিকতায়। প্রতিটি কাজে তিনি আমাদের সহযোগীতা করে থাকেন। আগামী ১৪ নভেম্বর’২৪ র্যাংক ব্যাজ প্রদান করা হবে।