স্টাফ রিপোর্টার
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড তেলিকোনা গোবিন্দ পুকুর পাড় আল-আমিন জামে মসজিদের জায়গা দখল মুক্তকরণ ও পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে সাংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটি ।
বুধবার (২৪ অক্টোবর ) বিকেল নগরের তেলিকোনা গোবিন্দ পুকুর পাড় মসজিদ সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলন মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আল আমিন জামে মসজিদ কমিটির উপদেষ্টা আবুল কাসেম ও এলাকাবাসী।
বক্তারা বলেন, শত বছরের পুরোনো এ পুকুরের এক পাশে জোরপূর্বকভাবে ইমরান নামে এক ব্যক্তি পুুকুরের অধ্যাংশ ভরাট করে ফেলে।এটি ভরাট করলে পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন হবে, অপরদিকে মসজিদের মুসল্লিরা অজু করতে পারবেন না। তেলিকোনা গোবিন্দ পুকুরটি অনেক পুরানো। এখানে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার কিছু বোডিং রয়েছে । নগরের ওই এলাকায় আগুন লাগলে তা নেভানোর জন্য এ পুকুরের পানি বয়াবহার করা হয়।
তারা বলেন, পুকুরটির একপাড় বেড়া দিয়ে ভূমি দস্যু ইমরান ইতোমধ্যে ভরাট করা করেছেন। পুকুর ভরাট করে সে জায়গা টা বিক্রি করে একটা দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে । বক্তারা পুকুর ভরাট বন্ধ করে সেটিকে পুনর্খননের দাবি জানান। পুকুর ভরাট বন্ধ করার দাবি জানিয়ে তৎকালীন জেলা প্রশাসককে লিখিত দেওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বতারা বলেন,দেশের পট পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে সামাজিক, সহজ, সরল মানুষের গায়ে আওয়ামীগের তকমা লাগিয়ে পুকুর ভরাট করে মসজিদের জায়গা দখল করে জায়গা বিক্রি করছে ভূমি দস্যু ইমরান। ১৯৯৬ সালে ইমরানের নানা প্রয়াত মালেক মিয়া থেকে সাবেক পৌর কমিশনার নূরুল হুদা সাহেব ৪ শতক জমি ক্রয় করেন।
একই বছরে তেলিকোনা আল আমিন জামে মসজিদের নামে দান করেন কিন্তু ২০০০ সালে ইমরানের মাতা রঙ্গি বিবি একই দাগে মসজিদের এই জায়গাটির নামে আরেকটি দলিল সৃষ্টি করেন। ইমরান তার বক্তব্যে বলেন বিষয়টি নিষ্পত্তিকল্পে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নিকট স্মরনাপন্ন হলে বিষয়টি তিনি আমলে নেননি এই
বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কেননা সাবেক মেয়র বিষয়টির নিষ্পত্তির জন্য স্থানীয় সাবেক কাউন্সিলরকে দায়িত্ব দিলে তিনি দফায় দফায় আমাদের সমাজ কমিটি ও মসজিদ কমিটির সাথে সুরাহা কল্পে বসেন এমনকি দুইটি শালিসি বৈঠকে সমাধান কল্পে ইমরান নিজেই দুইদিন কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত ছিলেন যাহার স্বাক্ষী ইমরানের আপন মামা আবাদ মিয়াসহ আরো অনেকে।
ইমরান আমাকে ও আমার মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দের ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে বলেছে আমরা নাকি তার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা তার এতো মস্ত বড়ো মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এমন মিথ্যা বলার দরুন তার শাস্তি দাবি করছি।
উল্লেখ্য যে গত কয়েক মাস পূর্বে আমাদের স্থানীয় সাবেক কাউন্সিলর অফিসে ইমরানকে আমরা দেখি অথচ তার মা বক্তব্যে বলছেন ২০২২ সাল থেকে আমরা তাদেরকে ডিস্টার্ব করছি। মা ও ছেলের সম্পূর্ণ বক্তব্যই মিথ্যা ও বানোয়াট। ইমরান তার বক্তব্যে যাদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন তাদের মধ্যে আমি নিজেই একজন বিএনপির সমর্থনকারী আর অন্যান্যরা সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত কিন্তু তাদের রাজনৈতিক কোন পরিচয় নেই। ইমরান তার বক্তব্যে বলেছে উক্ত পুকুরের জায়গাটি তার দখলে রয়েছে কিন্তু প্রকৃত পক্ষে তার দখল কৃত জায়গাটি হচ্ছে পুকুর ও মসজিদের।
সাংবাদিক সম্মেলন তিনি আরো জানান, মসজিদের জায়গা উদ্ধার, পুকুরের পূর্বাস্থা ফিরিয়ে আনা এবং মিথ্যা বক্তব্যের জন্য লিখিত আকারে ক্ষমা চাওয়ার জন্য জোড়ালো পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি এবং অত্র পুকুরের দক্ষিণ এ বসবাসের নাম দিয়ে পুকুর ভরাট করে জমি বিক্রি তে ব্যাস্ত ইমরান ও তার পরিবার, অতীদ্রুত পুকুরে দক্ষিণ পাড় ভরাট বন্ধের দাবি জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা পরিবেশ অধিদপ্তরের নিকট, ভূমি অফিস, ওয়াকফ এস্টেট ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি ও অভিযোগ
প্রদান করেছি।
এ ব্যাপারে ইমরানের বক্তব্য নেয়ার চেষ্টা করলে তাকে ফোন করলেও দিন ফোন ধরেননি।