1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা,কর্মচারীদের মানববন্ধন - Dainik Cumilla
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুমিল্লার পদুয়ার বাজারে প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা জিয়াউর রহমান ৭৭ সালের পর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন -কুমিল্লায় বরকত উল্লাহ বুলু আর খায় না পি আর গায়ে মাখে- কুমিল্লায় বরকত উল্লাহ বুলু চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু বরুড়ায় সরকারি খাল দখল, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসকে ট্রাকের ধাক্কা, আহত ৪ চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর লাকসাম পৌরসভা ও উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ

নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা,কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

 

নেকবর হোসেন
রবিবার দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডে কতিপয় অকৃতকার্য শিক্ষার্থী কর্তৃক শিক্ষাবোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করা এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্চিত করা, আসবাবপত্র ভাংচুর করার প্রতিবাদে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট বাংলাদেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের আবেদন জানিয়ে সোমবার দুপুর ১২ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মোঃ শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপ-সচিব একাডেমিক মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার মোঃ গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, সিস্টেম এনালিস্ট সুব্রত মিশ্র, প্রোগ্রামার মোঃ হুমায়ুন কবীর, সহকারি প্রোগ্রামার সুমন রায়, সহকারি প্রোগ্রামার প্রিয়ঞ্জিত সরকার, নিরাপত্তা অফিসার কেয়া রায়, ডাটা এণ্ট্রি কন্ট্রোল সুপারভাইজার মো: আরিফ হোসেন,কর্মচারী সমিতির সভাপতি মো: সিরাজুল ইসলাম, মো: সহিদুল হক হেলালীসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। এ সময় কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. নিজামুল করিম বলেন,‘আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এই মানববন্ধনের সিদ্ধান্ত হয়। তাই আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD