খলিলুর রহমান ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজথিয়েটার (ভিসিটি)’র ২০২৪-২০২৫ কমিটিতে এনামুল হক কে সভাপতি এবং সাব্বির আহমেদ কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত ৩০/০৯/২০২৪ রোজ বৃহস্পতিবার ভিসিটি মহড়া কক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও ভিসিটি’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা,ভিসিটি’র প্রধান উপদেষ্টা প্রফেসর জীতেন্দ্র নাথ তরফদার কমিটি ঘোষণা করেন। স্বপক্ষে স্বাক্ষর করেন জাহাঙ্গীর স্যার। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ২০২৩-২৪ কার্যকরী কমিটির সভাপতি পৃথুল দাসের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটিটি ঘোষণা করা হয়। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জীতেন্দ্র নাথ তরফদার ভিসিটির গঠনতন্ত্র মহড়া কক্ষে পাঠ করে সকলের দায়িত্ব বুঝিয়ে দেন।
ভিসিটি’র ২০২৪-২০২৫ কার্যকরী কমিটির সভাপতি এনামুল হক,সহ-সভাপতি মেঘা পাল, সাধারণ সম্পাদক – সাব্বির আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক খাদিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক-পূজা রানী (পূজা) ,অর্থ-সম্পাদক অনিক দেব,প্রচার সম্পাদক মাকসুদা সুলতানা,সহ-প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক লোপা অধিকারী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ঈশীতা ইশরাত , সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক দীপিতা রায়,সাংস্কৃতিক সম্পাদক অধরা কর ,আপ্যায়ন সম্পাদক মারুফ ফয়সাল আফ্রিদি। নির্বাহী সদস্য – সিনথিয়া জাহান১) , সালমা আক্তার(২), মারজান(৩), সুইটি রানী মজুমদার(৪), সাগর বর্মন(৫), উম্মে হাবিবা(৬),শশী মাহমুদ দীনা(৭)
উল্লেখ্য, সদ্যবিদায়ী ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি পৃথুল দাস এবং সাধারণ সম্পাদক লিটন মিয়া -কে ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।