1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে বিএনপি নেতা তারেক মুন্সির ত্রাণ সামগ্রী বিতরণ - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দেবিদ্বারে বিএনপি নেতা তারেক মুন্সির ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। গতকাল বুধবার (২৮আগষ্ট) বিকালে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
এর আগে টানা কয়েকদিন ধরে তাঁর নেতৃত্বে টিমের সদস্যরা কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বন্যাকবলিত বাসিন্দাদের ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ কর্মসুচী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীনসহ অন্যান্য নেতাকর্মী।
ত্রাণ সামগ্রী বিতরণকালে সৈয়দ এহসানুল হুদা বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ আশ্রয়হীন ও পানিবন্দি অবস্থায় আছে। এমন পরিস্থিতি জনগণের পাশে সকলকে দাঁড়ানোর আহবান করছি। আমরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব।
এএফএম তারেক মুন্সি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় ত্রাণ দেবিদ্বার উপজেলার বন্যাকবলিত গ্রামগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী ও রান্না করার খাবার বিতরণ করা হচ্ছে।যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমাদের এ কর্মসূচী চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD