স্টাফ রিপোর্টারঃ
দেশের বন্যা পরিস্থিতি অবনতির মধ্যে কুমিল্লা জেলার অধিকাংশ উপজেলার অবস্থা খুবই ভয়াবহ। আশ্রয় কেন্দ্রগুলিতে প্রতিনিয়ত ভিড় করছে পানিবন্দি মানুষ। এই মানুষের খাদ্য সহায়তা দিতে এগিয়ে আসেন র্যাব ১১,সিপিসি ২ কুমিল্লা।
মঙ্গলবার(২৭ আগষ্ট) দুপুর থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরণ করেন।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে চলন মহাবিদ্যালয় আশ্রয় কেন্দ্র, লালমাই উপজেলা বেলঘর ইউনিয়ন আজবপুর এলাকার যুক্তিখোলা ফাযিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্র,যুক্তিখোলা হাইস্কুল, যুক্তিখোলা সাইক্লোন সেন্টার, যুক্তিখোলা মডেল একাডেমি ও নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর নুরানি মাদ্রাসা, বড় সাঙ্গিশ্বর, ছোট সাঙ্গিশ্বর, দাঁড়াছো এলাকার আশ্রয় কেন্দ্র ও পানিবন্দি ১হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে র্যাব ১১ সিপিসি-২ কুমিল্লা।
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে স্থানীয় সামাজিক সংগঠন মানবিক চলন এর সদস্য বৃন্দরা নৌকা দিয়ে সার্বিক সহযোগিতা করেন র্যাবের সদস্য বৃন্দদের।
র্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কমান্ডার মাহমুদুল হাসান বলেন, র্যাব আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন ভূমিকা রেখে আসছেন, তারই অংশ হিসেবে বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে। আগামী দিনগুলোতেও তাদের এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে এবং সামাজিক সংগঠন, ধনাঢ্যবান ব্যক্তি, দাতাগণকে এমন দূর্যোগ সময়ে বানবাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।