1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কয়েক ঘন্টা ভারি বৃষ্টি হলেই ডুবে যায় ভিক্টোরিয়া ক্যাম্পাস - Dainik Cumilla
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত আহত ২০ নেশার টাকা জোগাড়ে চুরির পথ বেছে নেন তারা লালমাইয়ে মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড মুরাদনগরে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেফতার কুমিল্লা নগরীর অস্ত্র নিয়ে মহড়া কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার মুরাদনগরে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় সক্রিয় ভূমিকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা:’বি’ ইউনিটে উপস্থিতির হার ৭০.৪৩ শতাংশ

কয়েক ঘন্টা ভারি বৃষ্টি হলেই ডুবে যায় ভিক্টোরিয়া ক্যাম্পাস

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

 

খলিলুর রহমান।।

মুষলধারে বৃষ্টির কারণে ডুবে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস। উপযুক্ত ব্যবস্থাপনা না থাকার কারণে কয়েক ঘন্টা ভারি বর্ষণ হলেই ডুবে যায় ক্যাম্পাস। শিক্ষার্থী এবং শিক্ষকরা পড়েন ভোগান্তিতে। যুগ যুগ ধরে এই সমস্যা চলে আসছে। অথচ কলেজ প্রশাসন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না। তাদের ভাষ্যমতে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

বুধবার(২১ আগস্ট)সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের সকল ভবন পানি বন্দী হয়ে আছে। কলা ভবনে দু’তলায় উঠার সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে। এছাড়া রসায়ন ভবন,মিলেনিয়াম ভবন,ব্যবসায় শিক্ষা ভবন,পরীক্ষা ভবন এমনকি প্রশাসনিক ভবনেও পানি উঠেছে।

পরীক্ষা ভবনের পিছনে থাকা লেক,লেকের পাশে এবং খেলার মাঠের দক্ষিণ দিকে থাকা অপরিষ্কার ময়লা-আবর্জনা পানিতে মিশে দুর্গন্ধ তৈরি করেছে। এ থেকে শিক্ষার্থীদের রোগ ব্যাধি ছড়াতে পারে। এছাড়া ক্যাম্পাসের পাশে রাস্তার সাথে থাকা ড্রেন থেকে দুর্গন্ধযুক্ত ময়লা পানির সাথে মিশে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

এসব দেখতে দেখতে শিক্ষার্থীরা বিরক্ত। জু’লজির শিক্ষার্থী মাহবুব বলেন, গত তিন বছর যাবৎ একই অবস্থা দেখে আসছি। একটানা কয়েক ঘন্টা বৃষ্টি হলেই আমাদের ডিপার্টমেন্টের নিচতলা পানিতে টইটম্বুর হয়ে যায়। আমরা ভীষণ ভোগান্তিতে পড়ি।

বিএসএস’র শিক্ষার্থী জুবায়ের বলেন, পরীক্ষা থাকলে বৃষ্টির সময় হাঁটু পানি মাড়িয়ে কলেজে আসতে হয়। পুরো ক্যাম্পাস যেন একটা লেক। গতকাল দেখলাম ধর্মপুরের কিছু ছেলে পরীক্ষা ভবনের সামনে জাল আর জালি দিয়ে মাছ ধরছে।

ভিক্টোরিয়া অধ্যক্ষ ড.আবু জাফর খান বলেন, কলেজের চারিদিকে উঁচু দালানকোঠা হওয়ার কারণে ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুধুমাত্র ক্যাম্পাসে পানি থাকলে আগের মতো মোটর দিয়ে পানি নিষ্কাশন করা যেত। কিন্তু এখন কলেজের চারপাশের এলাকা পানিতে ডুবে গেছে। বৃষ্টি থামার পর পানি কমলে আমরা দ্রুত ক্যাম্পাস পরিষ্কার করার ব্যবস্থা করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD