1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কয়েক ঘন্টা ভারি বৃষ্টি হলেই ডুবে যায় ভিক্টোরিয়া ক্যাম্পাস - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপি সভাপতি-সম্পাদককে কাউন্সিলর না করে সম্মেলন, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপন-র‍্যালী কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র সহ একজন গ্রেপ্তার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত নাঙ্গলকোটে বাড়ি নির্মাণে ২০লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদ করায় নির্মাণাধীন স্থাপনা ভাংচুর কুমিল্লায় শিশু সায়মনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী একজনকে আটক

কয়েক ঘন্টা ভারি বৃষ্টি হলেই ডুবে যায় ভিক্টোরিয়া ক্যাম্পাস

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার পঠিত

 

খলিলুর রহমান।।

মুষলধারে বৃষ্টির কারণে ডুবে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস। উপযুক্ত ব্যবস্থাপনা না থাকার কারণে কয়েক ঘন্টা ভারি বর্ষণ হলেই ডুবে যায় ক্যাম্পাস। শিক্ষার্থী এবং শিক্ষকরা পড়েন ভোগান্তিতে। যুগ যুগ ধরে এই সমস্যা চলে আসছে। অথচ কলেজ প্রশাসন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না। তাদের ভাষ্যমতে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

বুধবার(২১ আগস্ট)সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের সকল ভবন পানি বন্দী হয়ে আছে। কলা ভবনে দু’তলায় উঠার সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে। এছাড়া রসায়ন ভবন,মিলেনিয়াম ভবন,ব্যবসায় শিক্ষা ভবন,পরীক্ষা ভবন এমনকি প্রশাসনিক ভবনেও পানি উঠেছে।

পরীক্ষা ভবনের পিছনে থাকা লেক,লেকের পাশে এবং খেলার মাঠের দক্ষিণ দিকে থাকা অপরিষ্কার ময়লা-আবর্জনা পানিতে মিশে দুর্গন্ধ তৈরি করেছে। এ থেকে শিক্ষার্থীদের রোগ ব্যাধি ছড়াতে পারে। এছাড়া ক্যাম্পাসের পাশে রাস্তার সাথে থাকা ড্রেন থেকে দুর্গন্ধযুক্ত ময়লা পানির সাথে মিশে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

এসব দেখতে দেখতে শিক্ষার্থীরা বিরক্ত। জু’লজির শিক্ষার্থী মাহবুব বলেন, গত তিন বছর যাবৎ একই অবস্থা দেখে আসছি। একটানা কয়েক ঘন্টা বৃষ্টি হলেই আমাদের ডিপার্টমেন্টের নিচতলা পানিতে টইটম্বুর হয়ে যায়। আমরা ভীষণ ভোগান্তিতে পড়ি।

বিএসএস’র শিক্ষার্থী জুবায়ের বলেন, পরীক্ষা থাকলে বৃষ্টির সময় হাঁটু পানি মাড়িয়ে কলেজে আসতে হয়। পুরো ক্যাম্পাস যেন একটা লেক। গতকাল দেখলাম ধর্মপুরের কিছু ছেলে পরীক্ষা ভবনের সামনে জাল আর জালি দিয়ে মাছ ধরছে।

ভিক্টোরিয়া অধ্যক্ষ ড.আবু জাফর খান বলেন, কলেজের চারিদিকে উঁচু দালানকোঠা হওয়ার কারণে ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুধুমাত্র ক্যাম্পাসে পানি থাকলে আগের মতো মোটর দিয়ে পানি নিষ্কাশন করা যেত। কিন্তু এখন কলেজের চারপাশের এলাকা পানিতে ডুবে গেছে। বৃষ্টি থামার পর পানি কমলে আমরা দ্রুত ক্যাম্পাস পরিষ্কার করার ব্যবস্থা করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD