1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামবাসীর মানববন্ধন - Dainik Cumilla
বুধবার, ২১ মে ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে ৩৬ টাকা দরে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ ব্রাহ্মণপাড়া নানার বাড়িতে বেড়াতে এসে মামা ভাগনে পানিতে ডুবে মৃত্যু কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করেছেন মহানগর বিএনপি নেতা টিপু ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০৮ বার পঠিত

 

মো :ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। বুধবার (১০জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের রুপনগর গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল, খাদিজা বেগম, মনির হোসেন, মোজাম্মেল সোহেল রানা সাবেক ইউপি মেম্বার মুনু মিয়া প্রমুখ।
মানববন্ধন কমসূচীতে বক্তারা বলেন, রুপনগর গ্রামের চিহ্নিত মাদককারবারি রবি’র অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। তার মাদকের আস্তানায় এলাকার শিশু-কিশোর যাতায়ত করছে। এছাড়াও দূরদুুুরান্ত থেকে বাইকে করে অপরিচিত লোকজন গ্রামে আসে। এর প্রতিবাদ করলে গ্রামের মানুষজনের ওপর হামলা ও নির্যাতন চালায় রবির লোকজন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল ও মুনু মেম্বার বলেন, গত রবিবার বিকালে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম হঠাৎ মাদক ব্যবসায়ী রবির বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার স্ত্রীকে ২কেজি গাজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় পুলিশের ধাওয়া খেয়ে রবি বিলের পানিতে পরে যায়। পরে পুলিশের ঢিলে রবি গুরুতর আহত হয় এবং পালিয়ে যায়। পুলিশ গাজাসহ রবির স্ত্রীকে থানায় নিয়ে যায়। এ ঘটনা গ্রামবাসী করিয়েছে এমন সন্দেহ করে রবির ভাই মোশারফ ও রবির দুই ছেলে জুম্মন, মুন্নাসহ ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় বিল্লাল হোসেন ও মোজাম্মেল। স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অথচ গ্রামবাসী পুলিশের অভিযানের বিষয়ে কোন কিছু জানেই না।

খাদিজা বেগম বলেন, মাদক ব্যবসায়ীর কারণে প্রায় ঘরে আজ অশান্তির আগুন জ্বলছে। স্থানীয় প্রশাসন এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেও কয়েকদিন পর জেল থেকে বের হয়ে আবার বেপরোয়া হয়ে উঠে। এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এ গ্রামে বসবাস করার মত কোন পরিবেশ নাই। স্থানীয় একটি প্রভাবশালী মহল মাদক কারবারী রবি ও তার পরিবারকে সেল্টার দেয় তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

এ বিষয়ে জানতে রবির বাড়িতে গিয়ে রবি ও তার ছেলেদের কাউকে পাওয়া যায়নি। তবে রবির মেয়ে ময়না আক্তার ও পাখি আক্তার বলেন, আমরা ঢাকা থাকি, আমার বাবা মাদকের সাথে জড়িত কিনা বলতে পারিনা। তবে ওইদিন গ্রামের লোকজন বাড়িতে পুলিশ পাঠায়। আমার মাকে গ্রেপ্তার করে, তিনি এখন জেলে আছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, মাদক ব্যবসায়ীর রবির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার স্ত্রীকে গাঁজসহ গ্রেপ্তার করা হয়েছে। সে বর্তমানে জেলহাজতে আছে। দেবিদ্বারে মাদক চলতে দেয়া হবে না। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। মাদকের সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া তাদের গ্রেফতার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD