1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের (ভিসিডিএস) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের (ভিসিডিএস) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

সাইমুম ইসলাম অপি।

সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে এ স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের সবুজ চত্বরে ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।

দক্ষ, অধ্যবসায়ী ও প্রতিভাবান তারুণ্যের নান্দনিক ভাবনা ও পরিকল্পনায় সমৃদ্ধ একটি নাম ভিসিডিএস। বুদ্ধিবৃত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন কলেজ, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ২২ বছরের দীর্ঘ পথ অতিক্রম করে ২৩ বছরে পা রাখলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। একাধিকবার শ্রেষ্ঠ কলেজ, সংগঠন এবং সেরা বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড অর্জন করে কৃতিত্বের সাথে সুনাম বৃদ্ধি করে যাচ্ছে ভিক্টোরিয়া কলেজের শ্রেষ্ঠ সংগঠন ভিসিডিএস।

গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ভিসিডিএস কার্যালয়ে কেক কাটার মাধ্যমে (মোতাহের হোসেন চৌধুরী লাইব্রেরি ভবনের নিচ তলায়) উক্ত সংগঠন তার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

প্রমি দেবনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিতর্ক পরিষদের মডারেটর সহযোগী অধ্যাপক মু. আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিসিডিএস এর প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক এডিশনাল মডারেটর জোবায়দা নুর খান, বাংলা বিভাগের প্রভাষক এডিশনাল মডারেটর মেহেদী হাসান, প্রতিষ্ঠাকালীন সভাপতি গাজী মু. সালাহ উদ্দিন, কলেজের অন্যান্য অঙ্গসংগঠনের প্রতিনিধি সহ ভিসিডিএস এর প্রাক্তন ও নিয়মিত সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভিসিডিএস এর সদস্যরা রম্য বিতর্ক (পাত্রী চাই), অনুভূতি প্রকাশ, রম্য সংবাদ পাঠ, প্রিয়জনের পত্রলিপি সহ আরোও নানান আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, কলেজের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার জন্য ভিসিডিএস এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি তোমরা আমাদের জন্য আরোও অনেক সুনাম বয়ে আনবে।

কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী বলেন, দুর্বার গতিতে এগিয়ে যাক ভিসিডিএস। সমাজে ইতিবাচক চিন্তাধারা প্রশমনে ভিসিডিএস যেন সবসময় অগ্রনী ভূমিকা পালন করতে পারে তার জন্য শুভকামনা রইল।

ভিসিডিএস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি বলেন, ভীষণ ভালো লাগছে এটা ভেবে যে, আমি এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। কলেজ প্রশাসনের আন্তরিক পৃষ্ঠপোষকতায় আজকের এই ভিসিডিএস। ভিসিডিএস এর এই প্রসারিত কার্যক্রম আমাদেরকে অনেক আনন্দিত করে।

ভিসিডিএস এর সভাপতি আলিমুল হক আজাদ বলেন, অতীতের সকল সাফল্যকে ছাড়িয়ে ভিসিডিএস সামনে আরোও নতুন নতুন সাফল্য নিয়ে আসবে। ভিসিডিএস পরিবার সবসময়ই আপন শক্তি দিয়ে বিতর্ক জগতে দীপ্ত পায়ে পূর্বের মতো বিচরণ করবে এবং বেচে থাকবে আজীবন।

হয়তো মহাকালের অমোঘ নিয়মে ভিসিডিএস এর যাত্রা চলমান থাকবে। হয়তো সৃষ্টিশীলতার উদ্দীপ্ত তারুণ্যের হাত ধরে বিগত সময়ের ন্যায় চলমান থাকবে যুক্তির সৌন্দর্য্যে সত্যকে লালন করার শাশ্বত প্রচেষ্টা। রচিত হবে যুক্তিতর্কের সার্থক উপাখ্যান এমনটাই প্রত্যাশা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD