1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভিক্টোরিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

ভিক্টোরিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৪ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া ও  সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ডিগ্রী শাখার অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রাফিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা কমিটি ২০২৪ উচ্চ মাধ্যমিক শাখার আহবায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে  অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন-‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা এখান থেকে শুরু করে জাতীয় পর্যায়েও ভালো করে। তোমাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।  আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যে প্রান্তেই যাক, তারা যাতে গর্ব করে বলতে পারে তারা কুমিল্লা ভিক্টোরিয়ার শিক্ষার্থী।’

যেমন খুশি তেমন সাজো পরিবেশনা করেন শিক্ষার্থীরা। এরপর জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণে ভিক্টোরিয়া কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে একে একে অতিথিদের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD