1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা ; এমপি আবুল কালাম আজাদ - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় চাউল জব্দ চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোবারক আলী রকি নামের এক হেলপারের নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক আলী রকি চট্টগ্রাম জেলার খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় মিডিয়াম ট্রাক (ড-১২-৫৮০৯) ফেনীগামী ড্রাম ট্রাকে (শ-১১-০৩১৯) পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে মিডিয়াম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতা গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ মিয়া জানান, গুরুতর আহত হেলপার মোবারক আলী রকি পথে তার মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুছরে যাওয়া মিডিয়াম ট্রাক উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। ধর্ষকের শাস্তি দাবিতে নাঙ্গলকোটে মুসল্লীদের মানববন্ধন ও বিক্ষোভ চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা ; এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৪ বার পঠিত

 

গোলাম হোসাইন তামজিদ  :

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের লক্ষ্য হলো বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ এবং বাঙালি জাতিকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা।

রবিবার (২৩ জুন) সকালে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। তার সে স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুৎফুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম তুষার, মো. মোস্তাফিজুর রহমান সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ্ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপি, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. মোসলেহ উদ্দিন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, ভানী ইউনিয়নের চেয়ারম‌্যান হাজী জালাল উদ্দিন ভূইয়া, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান সরকার, সুবিল ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন মুকুল। জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আনন্দ শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কেক কাটেন এমপি আবুল কালাম আজাদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোবারক আলী রকি নামের এক হেলপারের নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক আলী রকি চট্টগ্রাম জেলার খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় মিডিয়াম ট্রাক (ড-১২-৫৮০৯) ফেনীগামী ড্রাম ট্রাকে (শ-১১-০৩১৯) পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে মিডিয়াম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতা গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ মিয়া জানান, গুরুতর আহত হেলপার মোবারক আলী রকি পথে তার মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুছরে যাওয়া মিডিয়াম ট্রাক উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোবারক আলী রকি নামের এক হেলপারের নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক আলী রকি চট্টগ্রাম জেলার খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় মিডিয়াম ট্রাক (ড-১২-৫৮০৯) ফেনীগামী ড্রাম ট্রাকে (শ-১১-০৩১৯) পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে মিডিয়াম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতা গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ মিয়া জানান, গুরুতর আহত হেলপার মোবারক আলী রকি পথে তার মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুছরে যাওয়া মিডিয়াম ট্রাক উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে।

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD