1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে জোরপূর্বক জমি দখল করে বহুতল পাকা দালান ঘর নির্মাণের অভিযোগ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

চৌদ্দগ্রামে জোরপূর্বক জমি দখল করে বহুতল পাকা দালান ঘর নির্মাণের অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক জমি দখল করে দালান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের উত্তরপাড়া বড় বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি মো: অহিদুর রহমান শনিবার (০১ জুন) বিকালে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে আদালতেও একাধিক মামলা চলমান রয়েছে বলে ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের উত্তরপাড়ার বড় বাড়ির মৃত জসিম উদ্দিনের ছেলে মো: অহিদুর রহমান ও তাঁর অপর ভাইগণ পূর্ব পুরুষদের থেকে ওয়ারিশ সূত্রে মালিকানা নিশ্চিত হয়ে অলিপুর মৌজাধিন বিএস ফাইনাল-২৮৬ এর খতিয়ানের সাবেক ৮৯, ৩৫৮, ৩৫৯ দাগে ও হালে ৩৯৩ দাগে সর্বমোট ৬৬ শতক সম্পত্তি ভোগদখল সহ মালিক স্বত্ত¡বান রয়েছেন। এদিকে একই বাড়ীর আব্দুল মান্নানের ছেলে মো: জাফর আহম্মেদ ও মো: সাইফুল ইসলাম জোরপূর্বক ৩৯৩ হালদাগের অন্দরস্থ দক্ষিণ-পশ্চিম পাশের ১০ শতক জমি জোরপূর্বক দখল করে ২০২২ সালের নভেম্বর মাসের শেষের দিকে একটি বহুতল পাকা দালান ঘর নির্মাণ কাজ শুরু করেন। পরে ভুক্তভোগি অহিদুর রহমান গং তাদের নির্মাণ কাজে বাধার প্রদান করেন এবং বিষয়টি নিয়ে থানায় অভিযোগ (এসডিআর নং-৪১৫২/২২) দায়ের করেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরে এ বিষয়ে ভুক্তভোগিরা আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলাগুলো অদ্যবদি চলমান রয়েছে। এদিকে গত শুক্রবার (৩১ মে) সকালে জাফর ও সাইফুল বিবাদমান ওই জায়গায় পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু করলে উভয়পক্ষের মধ্যে আবারো ঝগড়া-বিবাদ হয়। এ সময় অভিযুক্ত জাফর আহম্মেদ ও সাইফুল ইসলাম পরিবারের অন্যান্য সদস্যরা সহ সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগিদের উপর হামলার উদ্দেশ্যে চড়াও হন এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রাখেন। এ ঘটনায় অহিদুর রহমান পরিবারের নিরাপত্তা ও বিবাদমান বিষয়টির সমাধান চেয়ে আব্দুল মান্নানের ছেলে মো: জাফর আহম্মেদ (৩৫) ও সাইফুল ইসলাম (২৮) এর বিরুদ্ধে থানায় আরেকটি লিখিত অভিযোগ (এসডিআর নং-২০৪৯/২৪) দায়ের করেন। অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেন। আদালতে চলমান মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন কাজ বন্ধ থাকে এ বিষয়ে বিবাদীদের সতর্ক করেন তিনি। বিষয়টি নিয়ে আদালতে দু’টি পৃথক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি নিষেধাজ্ঞা ও আদালতের আইনী নোটিশ উপেক্ষা করেও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন জাফর ও সাইফুল গং।

এ বিষয়ে অভিযুক্ত জাফর আহম্মেদ বলেন, ‘নিজেদের জায়গায় আমরা ঘর নির্মাণ করছি। অহিদুর রহমান গং আমাদেরকে বারবার হয়রানি করছে। তারা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। আদালত সে মামলাটি খারিজ করে দিয়েছে। সমাধানের লক্ষ্যে সামাজিকভাবে কয়েকবার বসলেও প্রতিপক্ষের লোকজন সমাজের সিদ্ধান্ত না মানায় এ বিষয়ে কোনো মীমাংশা হয়নি।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জাফর আহম্মেদকে পরামর্শ দেওয়া হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD